ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। বিনেশের রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পরই কুস্তিগিরের উদ্দেশে ব্রিজভূষণের প্রশ্ন, ‘একদিনে দু’টি ওজনের ক্যাটিগরিতে ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার পাঁচ ঘণ্টা পর ট্রায়াল হতে পারে? ব্রিজভূষণের মন্তব্য, ‘কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। চিটিং করে ওখানে গিয়েছিলেন। ভগবান তাই আপনাকে শাস্তি দিয়েছে।’ কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিধানসভা ভোটে তাদের প্রার্থী হিসেবে বিনেশ ফোগতের নাম ঘোষণা করা হয়েছে। তিনি লড়বেন হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানেই শ্বশুরবাড়ি ভিনেশের। বজরং পুনিয়াকে ‘সারা ভারত কিষাণ কংগ্রেস’-এর কার্যকরী সভাপতি পদ দিয়েছে কংগ্রেস।
Related Posts
সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ সুপার জায়ান্টস, ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স
লখনউ সুপার জায়ান্টস: ১৬১/৭ (রাহুল ৩৯, পুরান ৪৫, মিচেল স্টার্ক ২৮/৩)কলকাতা নাইট রাইডার্স : ১৬২/২ (সল্ট* ৮৯, শ্রেয়স* ৩৮, মহসিন খান ২৯/২)৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স। জয় দিয়েই বর্ষবরণ নাইটদের। কিং খানের সামনেই রাজকীয় পারফরম্যান্সে ম্যাচ জিতে নিল কলকাতা। নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটে ফিল্ট সল্টের কালবৈশাখী ঝড়ে কেএল রাহুলের দলকে তারা হারাল ৮ উইকেটে। […]
রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারালো পঞ্জাব কিংস
রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারালো পাঞ্জাব কিংস। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে মাত্র ১৪৪ রান। ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া কেউ সে ভাবে নজর কাড়তে পারেননি। সেই রান তুলতে অসুবিধা হয়নি পঞ্জাবের। সহজেই জেতেন স্যাম কারেনরা। ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতলেন তাঁরা। পঞ্জাবের […]
মুখ্যমন্ত্রীর বাড়িতে যীশুর ‘বেঙ্গল টাইগার্স’
যীশু সেনগুপ্তের নেতৃত্বে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এ প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ‘বেঙ্গল টাইগার্স’। মূলত বাংলার সেলিব্রিটিদের নিয়ে তৈরি হয় এই ক্রিকেট দল। দলের প্রত্যেককে আজ শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বাংলা দলের সব সদস্য উপস্থিত ছিলেন এদিন। পরেরবার সেলিব্রিটি লিগ ইডেনে করার জন্য যীশু সেনগুপ্তকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বেঙ্গল টাইগার-এর খেলার জন্য […]