যোগীরাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জন্মদিন উদযাপনের নাম করে দলিত কিশোরীকে ধর্ষণ। অভিযোগ তাঁরই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সময় মুহূর্তটি ভিডিও করেছিল অভিযুক্তের এক বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দায়। ৪ সেপ্টেম্বর কলেজে যাওয়ার সময়েই ধর্ষণের শিকার হন ১৮ বছরের দলিত কিশোরী। সম্প্রতি থানায় ধর্ষণের ঘটনাটির অভিযোগ জানান তিনি। এই ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। সূত্রে খবর, দুই অভিযুক্ত কিশোরীর পূর্ব পরিচিত। কলেজে যাওয়ার সময় তাঁকে জন্মদিনে খাওয়ানোর টোপ দেয় তারা। উদযাপনের প্রস্তাব দেওয়ায় দুইজনের সঙ্গেই একটি হোটেলে যান কিশোরী। সেখানেই তাঁকে ধর্ষণ করে যুবক। সেই মুহূর্তের ভিডিও তুলে রাখে যুবকের এক বন্ধু। ধর্ষণের পর কিশোরীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। ধর্ষণের ঘটনাটি বাইরে ফাঁস করলে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই ঘটনার ১৮ দিনের মাথায় পরিবারকে জানায় কিশোরী। এরপর থানায় অভিযোগ জানাতে আসে। শনিবার এই ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
Related Posts
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটারটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তির নাম এন কে পবিত্রান, তিনি পূর্ব জেলা ক্রাইম টিমের সাথে যুক্ত ছিলেন। এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পবিত্রান নিয়ন্ত্রণ হারায়, স্কুটারটি ডিভাইডারে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত […]
পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদাকে গ্রেফতার করল পুলিশ
পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদা সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে চালককে শাসানো, আটকে রেখে জোর করে দুর্ঘটনার দায় নিতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালকে। এবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কিশোরের ঠাকুরদাকে। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে ইয়েরওয়াড়া থানার দুই পুলিশ আধিকারিককে […]
রাজস্থানের জয়সলমেরে মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রতিটি ক্ষেত্রেই শীর্ষে থাকছে গেরুয়া রাজ্যের নাম। রাজস্থানের জয়সলমেরে এবার মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্যাতিতা এই তরুণী পড়াশোনার জন্য জয়সলমেরে একটি বাড়িতে ভাড়া থাকতেন।সেই গ্রামেই ওই পাঁচ যুবকও থাকতেন। যুবকেরা সকলেই তরুণীর পূর্ব পরিচিত। তাঁরাই ওই তরুণীকে জোর করে […]