গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র। রবিবার সন্ধ্যের পর তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। হৃদজনিত সমস্যায় ভুগছেন তিনি। ক্যালকাটা হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টা না পেরোলে চিকিৎসকরা কোনও আশার আলো দেখাতে পাচ্ছেন না। গত কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকার বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে একটি নতুন নাটক লেখা শুরুও করেছিলেন। ইচ্ছে ছিল, পুজোর পর নাটকটি মঞ্চস্থ হবে। কিন্তু ফের তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রবিবার সকাল থেকেই জটিলতা বাড়তে থাকে। এই খবর চাউর হতেই হাসপাতালে তাঁর অসংখ্য গুণমুগ্ধরা ভিড় করতে থাকেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে অনেক উদ্যোক্তারাই বেশ চিন্তায় পড়েছেন।
Related Posts
স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’
শুভ মহরত হয়ে গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’- এর। ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। পাশাপাশি ছবিতে দেখতে পাওয়া যাবে রাহুল বোস, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, রৌনক দে ভৌমিক, এবং রতন সরখেলকে। ম্যাডাম সেনগুপ্ত, একজন বিখ্যাত কার্টুনিস্ট, তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তের জন্য কলকাতায় আসেন। এই যাত্রায় ম্যাডাম সেনগুপ্ত কী আবিষ্কার […]
মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার
ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার […]
প্রয়াত হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল
প্রয়াত হলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বাধ্যর্কজনিত অসুস্থতার কারণেই রবিবার বিকেল তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। এদিন মৃত্যুর খবর হিলের এজেন্ট লু কুলসন প্রকাশ্যে আনেন। তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত চরিত্র ‘টাইচানিক’ ছবির ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং ‘লর্ড অফ দ্য রিং’ ট্রিওলজি কিং থিওডেন।