ইস্তানবুলে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, ইস্তানবুলের এক নাইট ক্লাবে আগুন লেগে গিয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন জ্বলন্ত পুড়ে মারা গিয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। মঙ্গলবার নাইটক্লাবে মেরামতির সময় আগুন লেগে যায়। পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের ম্যানেজারসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইস্তানবুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নাইটক্লাবটি সংস্কারের জন্য বন্ধ ছিল। এটি বেসিকটাস জেলার কটি ১৬-তলা আবাসিক ভবনের মাটিতে এবং বেসমেন্টে অবস্থিত। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কি কারণে আগুন লেগেছে তা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় বলছে, ‘আগুনের পরই সেখানে দমকল বাহিনীর ৩১টি গাড়ি নিয়ে ৮৬ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।’
Related Posts
বাংলাদেশে রামকৃষ্ণ মিশন, ইসকন সহ ৯ মন্দিরে হামলা, ২৯ জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা
সরকার বিরোধী আন্দোলনের আছিলায় বাংলাদেশে হামলা চলছে সংখ্যালঘুদের ওপরে। এমনই দাবি করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হল, সেদেশের ২৯টি জেলায় সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোহ। ভাঙা হয়েছে মন্দির। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য […]
কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির
প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, জানিয়ে দিল উদ্ধারকারী দল ৷ ইরানের জাতীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও সাতজন সরকারি আধিকারিক নিহত হয়েছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কোলিভান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার ভোরে উদ্ধারকারীরা হেলিকপ্টারটিকে প্রায় ২ কিলোমিটার দূর থেকে দেখতে […]
বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘শানশান’-এ বিপর্যস্ত জাপান, মৃত ৫, আহত ৮০
বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জাপান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘শানশান’। ‘শানশান’- এর জেরে এদিন প্রবল ঝড়বৃষ্টি হয় জাপানে। থমকে গিয়েছে জনজীবন। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। তবে আহতের সংখ্যা বহু। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ২৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের […]