সায়নী আর আমি এখনও আমাদের কেন্দ্রে বিজেপি’র প্রতিদ্বন্দ্বীদের খুঁজে চলেছি ৷” ‘ক্যাশ ফর কোয়ারি’ তদন্তে নেমে তাঁর কলকাতা, কৃষ্ণনগরের বাসভবনে সিবিআই তল্লাশিকে ঠিক এই ভাষাতেই ব্যঙ্গ করলেন মহুয়া মৈত্র ৷ কৃষ্ণনগরের সাংসদের (যদিও এখন খারিজ) বাড়িতে সিবিআই অভিযানকে ইতিমধ্যেই বিজেপি’র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে তৃণমূল ৷ রাতের দিকে খোদ মহুয়ার তরফে সোশাল মিডিয়ায় এল প্রতিক্রিয়া ৷শনিবার রাতে টুইটে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন মহুয়া ৷ যেখানে দু’জনকে চোখে দূরবীন লাগিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ সেই ছবির ক্যাপশনেই বিজেপি’কে কটাক্ষ করে মহুয়া লেখেন, “সিবিআই আজ আমার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে এসেছিল ৷ তাদের ব্যবহার অত্যন্ত নম্রই ছিল ৷ তারা তল্লাশি করেছে ৷ যদিও কিছুই পায়নি ৷ এদিকে আমি আর সায়নী আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে খুঁজেই চলেছি ৷”
Related Posts
যশোর রোডে বিমান, জাতীয় সড়কের ধারে লাইটপোস্টে ধাক্কা!
ব্যস্ততম যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান। প্লেন দেখতে মানুষের ভিড় জাতীয় সড়কে। এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই ঘটল দুর্ঘটনা। জাতীয় সড়কের ধারে লাইটপোস্টে ধাক্কা, যদিও বড়সড় কোন ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, বিমানটি নিলামে কিনে নেয় পঞ্জাবের একটি সংস্থা। তারাই সেটি নিয়ে রওনা দিয়েছিল সড়কপথে। জানা গিয়েছে, বিমানটি দিয়ে তৈরি হতে পারে কোনও রেষ্টুরেন্ট, হোটেল […]
গুরুগ্রামে শ্মশানের দেওয়াল ধসে ২ মেয়ে সহ ৫ জনের মৃত্যু
দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রাম শহরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এখানকার অর্জুন নগরে একটি শ্মশানের দেওয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি নাবালিকাও রয়েছে। একই সঙ্গে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে যা পাশের একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে। মানুষ পুনরুদ্ধার করার সুযোগ পায়নি এবং ৪সেকেন্ডের মধ্যে দেয়াল ধসে পড়ে। লোকজন […]
‘কোর্ট থেকে বের করে দেব, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়’, মমতার পদত্যাগ চাওয়ায় আইনজীবিকে ধমক দেশের প্রধান বিচারপতির
তৃতীয়বার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা। শুনানিতে এদিন ফের আদালতে রাজ্যের […]