কাজে এলো না বিরাট কোহলির সেঞ্চুরি, ঘরের মাঠে ব্যাটিং দাপটেই জয় ছিনিয়ে নিল রাজস্থান। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরিতে ঐতিহসিক রাতের সাক্ষী থাকল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। জস বাটলারের অপরাজিত শতরান, সঞ্জু স্যামসনের অধিনায়কচিত ৬৯ রানের জেরে মরসুমের চতুর্থ হারের মুখ দেখল বেঙ্গালুরু। ৬ উইকেটে জয়ী হল রাজস্থান। ৫৮ বলে ১০০ রান করলেন বাটলার। চারট ছয়, নয়টি চারে সাজানো ইনিংস। শুরুতেই শূন্য রানে যশস্বী জয়সওয়াল ফিরে গেলেও প্রভাব পড়েনি বাটলার ও সঞ্জুর ব্যাটিংয়ের সৌজন্যে। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও সমস্ত হিসেব তছনছ হয়ে যায়। সৌজন্যে কিং কোহলি। প্রকৃতই রাজার মতো ব্যাট করেন বিরাট। ধ্রুপদী ক্রিকেটীয় শট খেলেই অপরাজিত শতরান করেন (৭২ বলে ১১৩ রান)। ঝকঝকে ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি, বারোটি বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৫৬.৯৪। বিরাট দাপটেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ উইকেটে ১৮৩ রান তুলেছিল। এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন সংক্রান্ত বিতর্কের জবাব দিল কোহলির ব্যাট! এদিনের ইনিংসের ফলে আইপিএলে প্রথম ব্যাটার হিসাবে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলা, আইপিএলের আগে অনুশীলন থেকে সরে থাকা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠছিল, বিরাটের জীবনে ক্রিকেট কি গৌন হয়ে গেল হঠাৎ? এদিন যাবতীয় প্রশ্নের উত্তর দিল কিংবদন্তির চওড়া ব্যাট। আগ্রাসী বিরাটের সামনে অতি সাধারণ লাগছিল রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্টের মতো বোলারদের। কোহলিকে মানানসই সঙ্গ দেন বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসিও। ৩৩ বলে ৪৪ রান করলেন তিনি।
Related Posts
চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালো গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স: ২৩১/৩ (শুভমান ১০৪, সুদর্শন ১০৩, তুষার ৩৩/২),চেন্নাই সুপার কিংস: ১৯৬/৮ (মিচেল ৬৩, মইন ৫৬, মোহিত ৩১/৩),৩৫ রানে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। গুজরাতের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন চেন্নাই সুপার কিংস-এর। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। গত আইপিএলেও ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। কিন্তু এদিনের সিদ্ধান্ত […]
বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন টিম ইন্ডিয়ার
এদিন দুপুর ১২টা ৪৫মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ টিম ইন্ডিয়ার। ট্রফি হাতে মোদির সঙ্গে ছবি তুললেন রোহিত-দ্রাবিড়রা। প্রকাশ্যে সেই ভিডিও। আজ দিনভর একাধিক সেলিব্রেশন কর্মসূচি টিম ইন্ডিয়ার। ফের দিল্লি বিমানবন্দরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।সেখানে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে।ভারতীয় দলের গন্তব্য এ বার মুম্বই। চার্টার্ড বিমানে মুম্বই যাবে দল। সেখানে হুড খোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন […]
আইপিএলের ট্রফি জিততে কলকাতা নাইট রাইডার্সের চাই মাত্র ১১৪ রান
বোলারদের ঝড়ে আইপিএল জেতার কাছে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর আইপিএল খেতাব জিততে হলে নাইট রাইডার্সের চাই ১১৪ রান। কলকাতা জুড়ে ঝড় নিয়ে আতঙ্কের মাঝে আইপিএল নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ। অবিশ্বাস্য বোলিং করলেন বেগুনি জার্সির বোলাররা। কামিন্সদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন মিচেল […]