কাজে এলো না বিরাট কোহলির সেঞ্চুরি, ঘরের মাঠে হারলো বেঙ্গালুরুর

কাজে এলো না বিরাট কোহলির সেঞ্চুরি, ঘরের মাঠে ব্যাটিং দাপটেই জয় ছিনিয়ে নিল রাজস্থান। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরিতে ঐতিহসিক রাতের সাক্ষী থাকল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। জস বাটলারের অপরাজিত শতরান, সঞ্জু স্যামসনের অধিনায়কচিত ৬৯ রানের জেরে মরসুমের চতুর্থ হারের মুখ দেখল বেঙ্গালুরু। ৬ উইকেটে জয়ী হল রাজস্থান। ৫৮ বলে ১০০ রান করলেন বাটলার। চারট ছয়, নয়টি চারে সাজানো ইনিংস। শুরুতেই শূন্য রানে যশস্বী জয়সওয়াল ফিরে গেলেও প্রভাব পড়েনি বাটলার ও সঞ্জুর ব্যাটিংয়ের সৌজন্যে। এদিন  টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও সমস্ত হিসেব তছনছ হয়ে যায়। সৌজন্যে কিং কোহলি। প্রকৃতই রাজার মতো ব্যাট করেন বিরাট। ধ্রুপদী ক্রিকেটীয় শট খেলেই অপরাজিত শতরান করেন (৭২ বলে ১১৩ রান)। ঝকঝকে ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি, বারোটি বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৫৬.৯৪। বিরাট দাপটেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ উইকেটে ১৮৩ রান তুলেছিল। এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন সংক্রান্ত বিতর্কের জবাব দিল কোহলির ব্যাট! এদিনের ইনিংসের ফলে আইপিএলে প্রথম ব্যাটার হিসাবে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলা, আইপিএলের আগে অনুশীলন থেকে সরে থাকা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠছিল, বিরাটের জীবনে ক্রিকেট কি গৌন হয়ে গেল হঠাৎ? এদিন যাবতীয় প্রশ্নের উত্তর দিল কিংবদন্তির চওড়া ব্যাট। আগ্রাসী বিরাটের সামনে অতি সাধারণ লাগছিল রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্টের মতো বোলারদের। কোহলিকে মানানসই সঙ্গ দেন বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসিও। ৩৩ বলে ৪৪ রান করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!