বারাণসীতে মিলল জেপি নড্ডার স্ত্রীর চুরি যাওয়া ফরচুনার গাড়ি, গ্রেফতার ২

অবশেষে খোঁজ মিলল বিজেপি সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার স্ত্রীয়ের চুরি যাওয়া গাড়িটির। বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে খোয়া যায় মল্লিকা নাড্ডা ফরচুনা এসইউভি গাড়িটি। গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন আনতে যান তখন সেটির খোঁজ পাননি। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগপত্রে চালক উল্লেখ করেছেন যে গাড়িটি সার্ভিস সেন্টার পৌঁছে দিয়ে বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। পরে সার্ভিস সেন্টারে এসে দেখে গাড়িটি সেখানে নেই। মল্লিকা নাড্ডার গাড়ির চালকের অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে একটি মামলা দায়ের করে গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়। জেরা করা হয় সার্ভিস সেন্টারের কর্মীদেরও।  ওই দিন গাড়ির চালক যোগিন্দর সিং অভিযোগ দায়ের করেন। এরপরই নাড্ডার স্ত্রীয়ের খোয়া যাওয়া গাড়িটির খোঁজে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শাহিদ ও সিভাং ত্রিপাঠী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন ফরিদাবাদের কাছে বদকালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গাড়িটি চুরি করতে আগে থেকে ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। প্রথম দুই অভিযুক্ত একটি ক্রেটা গাড়িতে করে গোবিন্দপুরী এলাকায় পৌঁছয়। নাড্ডার স্ত্রীয়ের SUV চুরি করার পর যাতে ধরা না পড়ে তার জন্য় গাড়ির নম্বর প্লেটও বদলে দেয় তারা। তারপর তারা বদকালের দিকে গাড়িটিকে নিয়ে যায় তারা। গাড়িটি আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফরচুনারটিকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল। উল্লেখ্য, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতে গাড়ি চুরি ঘটনা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে সবথেকে বেশি গাড়ি চুরির ঘটনা ঘটেছে দিল্লিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!