অবশেষে খোঁজ মিলল বিজেপি সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার স্ত্রীয়ের চুরি যাওয়া গাড়িটির। বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে খোয়া যায় মল্লিকা নাড্ডা ফরচুনা এসইউভি গাড়িটি। গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন আনতে যান তখন সেটির খোঁজ পাননি। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগপত্রে চালক উল্লেখ করেছেন যে গাড়িটি সার্ভিস সেন্টার পৌঁছে দিয়ে বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। পরে সার্ভিস সেন্টারে এসে দেখে গাড়িটি সেখানে নেই। মল্লিকা নাড্ডার গাড়ির চালকের অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে একটি মামলা দায়ের করে গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়। জেরা করা হয় সার্ভিস সেন্টারের কর্মীদেরও। ওই দিন গাড়ির চালক যোগিন্দর সিং অভিযোগ দায়ের করেন। এরপরই নাড্ডার স্ত্রীয়ের খোয়া যাওয়া গাড়িটির খোঁজে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শাহিদ ও সিভাং ত্রিপাঠী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন ফরিদাবাদের কাছে বদকালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গাড়িটি চুরি করতে আগে থেকে ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। প্রথম দুই অভিযুক্ত একটি ক্রেটা গাড়িতে করে গোবিন্দপুরী এলাকায় পৌঁছয়। নাড্ডার স্ত্রীয়ের SUV চুরি করার পর যাতে ধরা না পড়ে তার জন্য় গাড়ির নম্বর প্লেটও বদলে দেয় তারা। তারপর তারা বদকালের দিকে গাড়িটিকে নিয়ে যায় তারা। গাড়িটি আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফরচুনারটিকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল। উল্লেখ্য, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতে গাড়ি চুরি ঘটনা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে সবথেকে বেশি গাড়ি চুরির ঘটনা ঘটেছে দিল্লিতে
Related Posts
দিল্লিতে বাড়ি ফাঁকা পেলেই প্রায়ই যৌন নির্যাতন চলত ৭ বছরের নাবালিকা ওপর, গ্রেপ্তার বৃদ্ধ বাড়িওয়ালা
এবার দিল্লিতে যৌন নির্যাতনের শিকার সাত বছরের এক নাবালিকা। অভিযোগ বৃদ্ধ বাড়িওয়ালার বিরুদ্ধে। শনিবার রাতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ফাঁকা বাড়িতে প্রায়ই ওই নাবালিকাকে যৌন নির্যাতন করত সে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবার সাউথ দিল্লির একটি ভাড়া বাড়িতে থাকে। মা গৃহকর্ত্রী, বাবা শ্রমিক। কাজের জন্য বাবা সারাদিন বাইরেই থাকেন। মা কখনও কখনও বাড়ির […]
উত্তরপ্রদেশের লখনউতে গানের ভিডিও শুটের জন্য ডেকে চলন্ত গাড়িতে মডেলকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৩
চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউতে। গাড়ির পর ফের হোটেলে নিয়ে গিয়ে অচেতন অবস্থায় তরুণীকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জ্ঞান ফিরলে তাঁকে নানাভাবে হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানা গিয়েছে, নির্যাতিতা কানপুরের বাসিন্দা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে ভিপিন সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। […]
‘ইন্ডিয়া জোট পাবে ২৯৫ এর থেকেও বেশি আসন’, জোটের বৈঠকের পর দাবি মল্লিকার্জুন খাড়্গের
তবে কি ইন্ডিয়া জোটই তৈরি করছে দেশের সরকার? হতে চলেছে পালাবদল! ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ এর বেশি আসন জিতছে বলে আশা প্রকাশ করলেন জোটের নেতারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর এমনই দাবি করেন নেতারা। বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের খাগড়ে দাবি করেন, ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ বেশি আসন জিতছে। এটি একটি পাবলিক জরিপ। […]