সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে আকাশের মুখ ভার থাকায় হঠাৎ যাত্রাপথ বদল করতে হয় মুখ্যমন্ত্রীকে ৷ রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে বেলা ১১টা ৪০ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথ ধরেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় সেখানকার রাস্তার দু’পাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা দলনেত্রীকে দুর্গাপুরে স্বাগত জানাতে তৈরি ছিলেন । সমবেতভাবে আওয়াজ ওঠে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।সভ্য সমর্থকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়া ফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী মলয় ঘটক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা ।
Related Posts
আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়
গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর তীরেই গড়ে উঠবে পর্যটক আবাস
উত্তর ২৪ পরগনা জেলায় পর্যটনের অন্যতম ক্ষেত্র টাকি। এবার সেখানে দুই একরের বেশি জায়গায় একটি বিলাসবহুল পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে জমি চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত পরিদর্শন হবে আগামী সপ্তাহেই। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্য প্রশাসনিক কর্তারা। ইছামতী নদীর তীরে টাকিতে […]