অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে কুলার

গরমেও অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ঢল নামছে প্রতিদিনই। রামলালাকে একবার স্বচক্ষে দেখতে উন্মাদনার অন্ত নেই। ভগবান রামের শিশুরূপকে কল্পনা করে পূজিত হন রামলালা। কল্পনা হলেও সবটাই বাস্তবের মতো। এক শিশুর যত্নআত্তিতে যেমন কোনও রকম খামতি রাখা হয় না, রামলালার ক্ষেত্রেও ঠিক সেইরকমই। শিশুর মতোই পরম যত্নে তাঁকে পুজো করেন পূজারিরা। গরম লাগে রামলালারও! সেই কল্পনা থেকেই রামলালাকে গরম থেকে রক্ষা করতে গর্ভগৃহে কুলার বসানো হয়েছে কুলার। অযোধ্যার তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। শনিবার গর্ভগৃহে একটি কুলার বসানো হয়েছে। রামলালার প্রসাদে দেওয়া হচ্ছে মরশুমী ফল, রাবড়ি, দই। বিশ্বাস, বিগ্রহের অন্দরেই ঈশ্বরের বাস। সাধারণ মানুষের মধ্য়ে তাঁরও গরম লাগে, ঠান্ডা লাগে, ক্ষুধা, তৃষ্ণা সবই পায়। সেই বিশ্বাস থেকেই তাঁকে বিভিন্ন পুজো পদ্ধতিতে প্রসাদ, জল সবই নিবেদন করা হয়। রাম মন্দিরে পাঁচ বছরের বালক রূপে পূজিত হন রামলালা। শিশুর মতোই পরম যত্ন করা হয় তাঁরও। সবই চলে পুজোর মাধ্যমে। রামজন্মভূমির প্রধান আচার্য সতেন্দ্র দাস বলেন, ‘ট্রাস্ট গর্ভগৃহে একটি কুলারের ব্যবস্থা করেছে। এসিও বসানো হবে শীঘ্রই। রবিবারের মধ্যে তারও ব্যবস্থা হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!