তুষার হিরানন্দানি পরিচালিত শিল্পপতি শ্রীকান্ত বোলা-এর বায়োপিকের ট্রেলার মুক্তি পেল। বরাবরই ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেতা রাজকুমার রাও। এই ছবিতে শিল্পপতি শ্রীকান্ত বোলার চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। যখন আপনার মনে আবেগ এবং আপনার চোখে স্বপ্ন থাকে, তখন আপনার যত ত্রুটিই থাকুক না কেন, কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। শ্রীকান্ত বোল্লারও তেমনই একটি গল্প রয়েছে। এপিজে আব্দুল কালামের একটা লাইন আছে… স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই লাইন দিয়েই শুরু হয় শ্রীকান্তের ট্রেলার। তারপর একজন যুবক বলেন যে তিনি দেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী রাষ্ট্রপতি হতে চান। এটি আর কেউ নয়, শ্রীকান্ত (রাজকুমার রাও)। সেখানে বসে থাকা লোকজন তাকে দেখে হাসতে শুরু করলেও এপিজে আবদুল কালাম তার কথা শুনে অবাক হয়ে যান। ট্রেলারে দেখানো হয়েছে কিভাবে অন্ধ হওয়া সত্ত্বেও শ্রীকান্ত নিজেকে দুর্বল নয় বরং শক্তিশালী মনে করেন। আলো না থাকা সত্ত্বেও, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং ক্লাস ১২-এ তে ৯৮ শতাংশ অর্জন করেছিলেন এবং আইআইটি-তে পড়ার স্বপ্ন দেখেছিলেন। তার ইচ্ছে ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। কিন্তু তৎকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান বিভাগে ব্রিল ব্যবস্থা ছিল না। পরাজয় মেনে না নিয়ে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা করেন। কঠোর পরিশ্রমের পর, শ্রীকান্ত অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পান, কিন্তু অন্ধ হওয়ার কারণে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয় না। এর পরে, শ্রীকান্ত তার নিজের ব্যবসা শুরু করেন, যেখানে তিনি প্রতিবন্ধীদের কাজ দেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। আপাতত মুক্তির অপেক্ষায় ‘শ্রীকান্ত’।
Related Posts
আসছে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’
আসছে পরিচালক সন্দীপ রায়ের “নয়ন রহস্য” ! সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। একটি ছোট্ট ছেলের অন্তর্ধান ! সেই নিয়েই “নয়ন রহস্য” ! সঙ্গে হিঙ্গরানির হত্যার রহস্য। চেন্নাইয়ের চিত্তাকর্ষক পটভূমিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সমসাময়িক সময়ের দিকে প্রতিফলন করেছেন। ফেলুদার সারমর্ম […]
ফের বিপাকে শিল্পা শেঠির স্বামী, রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
লোকসভা ভোটের আগেই কোনও রাজনৈতিক নেতা নয়, বলিউড অভিনেতার প্রায় ১০০ কোটি বাজেয়াপ্ত। জানা গেছে, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রিপু সুদন কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। বৃহস্পতিবার সকালে ইডি একটি টুইট করে জানিয়েছে, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর […]
আবারও ডন হতে প্রস্তুত কিং খান!
ফের একবার ডন রূপে পর্দায় আধিপত্য বিস্তার করতে প্রস্তুত শাহরুখ খান। তবে তিনি এই চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইসিতে নয়, অন্য একটি ছবিতে। সূত্রের খবর, মেয়ে সুহানা খানের ছবিতে একজন ডনের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে গ্রে শেড চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ। শোনা যাচ্ছে, সুজয় ঘোষের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন […]