ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের ৩৭০ পেরোতে হবে।’ অমিত শাহ আরও বলেন, ‘স্নান করে পূজা দিয়ে ১৯ তারিখ পদ্ম ফুলে ভোট দিতে হবে। এই রাজ্যে এত দারিদ্র্যে মূল কারণ হল কমিউনিস্টরা এবং তৃণমূল কংগ্রেস। এখানের দই, তাঁতের শাড়ি, সিল্ককে প্রসিদ্ধ করতে হলে এখানেও মোদিজিকে আনতে হবে। তিনি আরও বলেন, ‘আমি আপনাকে মোদির গ্যারান্টি দিতে এসেছি ৩০টি সিটের বেশি সিট দিন৷ আমি আপনাদের কথা দিচ্ছি, একটি পাখিও অবৈধ অনুপ্রবেশ করার সাহস পাবে না। ভাই এবং বোনেরা বালুরঘাটে-এত মানুষ আছেন আপনারাই বলুন অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত ছিল কিনা? মমতা দিদি, কংগ্রেস পার্টি, কমিউনিস্টরা মিলে রাম মন্দিরকে আটকাতে চেয়েছে। ১৭ তারিখ রাম নবমী আছে। ৫ বছরের মধ্যেই আমরা রাম মন্দিরের কাজ পুরো শেষ করেছি।’ ভূপতি নগর নিয়ে শাহ বলেন, ‘আজ আমি বলতে এসেছি ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়েছিল। ৩ জন মারা গিয়েছিল। আপনারা বলুন যাঁরা এই কাজ করে তাদের শাস্তি হওয়া উচিত কিনা। এই তদন্তভার হাইকোর্ট দিয়েছিল এনআইএ-কে। আর মুখ্যমন্ত্রী সেই এনআইএ-এর নামে এফআইএর-করে তাদের থামাতে চাইছে। আগে পশ্চিমবঙ্গে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত। এখন বোমা বন্দুকের আওয়াজ পাওয়া যায়।’
Related Posts
ঝড়বৃষ্টির জেরে রাজ্যের ৫ জেলায় ১২ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
সোমবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। কম-বেশি প্রায় সব জেলাই ভিজেছে। সেই সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। কালবৈশাখীর দাপটে কোথায় গাছ ভেঙেছে, কোথাও আবার বাড়ির চাল উড়েছে। তাপমাত্রাও কমেছে। তবে ঝড়বৃষ্টিতে প্রাণ হারালেন এ রাজ্যের ১২ জন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এ-ও জানান, প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করছে। […]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, দুর্ঘটনায় মৃত ১৫, আহত ৬০
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত ৬০। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে […]
বারাসতের পুনর্নিবাচনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী
সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা […]