সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আপ সুপ্রিমো। সোমবার সেই মামলা শুনানিতে কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে দিনই ইডিকে তাদের রিপোর্ট জমা করতে হবে। দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, কেজরীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে, কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা ‘ধোপে টিকছে না’ বলেই হাই কোর্টের পর্যবেক্ষণ। গত বুধবার মামলার শুনানিতে ইডি আদালতে জানিয়েছিল, আবগারি মামলায় আপের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তারা। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি। পাশাপাশি, কেজরিওয়াল ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে আবেদন করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ইডির আইনজীবী।
Related Posts
মধ্যপ্রদেশের ভোপালের সরকারি স্কুলে একগুচ্ছ শাস্তির অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা
স্কুলের ডিসিপ্লিন ইনচার্জের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের এক সরকারি স্কুলে। সরোজিনী নায়ডু হায়ার সেকেন্ডারি স্কুলে বুধবার রীতিমতো তাণ্ডব চালায় পড়ুয়ারা। ছাত্রীদের অভিযোগ, স্কুলে ঢুকতে সামান্য দেরী হলেও অমানবিক শাস্তির মুখে পড়তে হয় তাদের। দেরী করে আসার মতো সামান্য অপরাধের শাস্তি হিসেবে ছাত্রীদের চড়া রোদে দাঁড় করিয়ে রাখা […]
পতঞ্জলির ‘মিথ্যে বিজ্ঞাপন’ মামলায় রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোটের, রামদেবদের ‘ক্ষমা-ভিক্ষা’ খারিজ
রামদেব এবং পতঞ্জলির মালিক বালকৃষ্ণর ফের একদফা ক্ষমাভিক্ষা খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত এদিন রামদেব এবং পতঞ্জলি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে বলে, আমরা অন্ধ নই। পতঞ্জলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা না নেওয়ায় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষকে সমালোচনায় বিদ্ধ করে সুপ্রিমকোট। কেন্দ্রের জবাবেও আদালত সন্তুষ্ট হতে পারেনি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং এ আমানল্লার […]
মুম্বইয়ে রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের
রাস্তার ধারের একটি ফুড স্টল থেকে চিকেন শাওয়ারমা খেয়েই এবার মৃত্যু হল মুম্বইয়ের ১৯ বছরের এক যুবকের৷ মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে নামের ওই যুবক। জানা গিয়েছে, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রথমেশ ভোকসের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর […]