সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার গুজরাত থেকে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও।মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পাশপাশি সলমান সহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানান তিনি। এই মর্মে মুম্বই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত সলমান খান কোনও মন্তব্য করেননি।
Related Posts
‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আগামীকাল অর্থাত্ বুধবার সকাল থেকেই সেটে ফিরছেন পরিচালক ও টেকনিশিয়ানরা। বিগত চার-পাঁচদিন ধরেই রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে উত্তাল ছিল গোটা ইন্ডাস্ট্রি। প্রথমে রাহুলকে ব্যান করে ডিরেক্টরস গিল্ড। তারপর তাঁরা সেই ব্যান তুললেও রাহুলের ব্যানের পক্ষে সরব হয় ফেডারেশন। দফায় দফায় বৈঠকেও যখন সমস্যার জট খুলছে না, তখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, […]
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোরা ফতেহি!
নোরা ফতেহি সম্প্রতি নারীবাদ নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যা অনেকেই ভালোভাবে নেননি। অভিনেত্রী তথা মডেল নোরা পরিবার থাকার পক্ষে কথা বলেন। এবং ভুল মানুষের সঙ্গে সঠিক যুদ্ধের পথ বেছে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন। ম্যাশেবল ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে তাঁর মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকে, তাহলে নোরা তার জন্য ক্ষমাপ্রার্থী। বিয়ারবাইসেপসের সঙ্গে […]
প্রয়াত হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল
প্রয়াত হলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বাধ্যর্কজনিত অসুস্থতার কারণেই রবিবার বিকেল তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। এদিন মৃত্যুর খবর হিলের এজেন্ট লু কুলসন প্রকাশ্যে আনেন। তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত চরিত্র ‘টাইচানিক’ ছবির ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং ‘লর্ড অফ দ্য রিং’ ট্রিওলজি কিং থিওডেন।