‘৪ জুন ৪০০ পার, আবারও মোদি সরকার’, আগরতলার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রীর

রাম নবমীতে ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ রাম নবমীর একটি ঐতিহাসিক উপলক্ষ। আজ ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক মিনিট পর পবিত্র নগরী অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক লাগিয়ে ভগবান রামের জন্মবার্ষিকী পালিত হবে। আগামী ৪ জুন ফলাফল কী হতে চলেছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। তাই তো লোকে বলে- ৪ জুন ৪০০ পার! আবারও মোদি সরকার।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপিই সেই দল যা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে। এনডিএ সরকারের স্কিমগুলিতে কোনও বৈষম্য নেই, প্রত্যেকেই তাদের সুবিধা পায়। এখন এনডিএ দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আজ সারা দেশে মোদির গ্যারান্টি চলছে। নর্থ ইস্ট নিজেই মোদির গ্যারান্টির সাক্ষী। যে উত্তর-পূর্বকে কংগ্রেস কেবল সমস্যাই দিয়েছিল, বিজেপি সেই উত্তর-পূর্বকে সম্ভাবনার উৎস বানিয়েছে। সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী বলেন, মোদি গ্যারান্টি যে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্করা আয়ুষ্মান প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা সুবিধা পাবেন।

error: Content is protected !!