রাজস্থানে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, মৃত ৯

গভীর রাতে রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড় জেলায়। মধ্যপ্রদেশের এক বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ডুঙ্গর গ্রামের বাসিন্দারা। অকলেরার কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির একটি ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িটিতে। দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!