২২ এপ্রিল রায়গঞ্জে দু’দুটি সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রায়গঞ্জের সভায় ‘চাকরি বাতিল’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি আছে।’’ সোমবার রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আসলে এটা ২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া। আমিও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি। এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জজের কীর্তি।’’ এসএসসি মামলায় আজই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরির বৈধতা নেই। ফলে চাকরি গেল প্রায় ২৬ হাজার ব্যক্তির। সোমবার সভায় আদালতের এই রায়কে একরকম ‘চ্যালেঞ্জ’ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি বিচারক নিয়ে বলছি না। আমি রায় নিয়ে বলছি। এই অর্ডার বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যখন বিপদে পড়বেন, তখন আর কেউ বা থাকলে আমি থাকবো। পাশে আছি বিজেপি জনস্বার্থ করলে জেল। আমি কারোর পাশ থেকে সরে দাঁড়াবো না।’’ প্রসঙ্গত প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন।
Related Posts
স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৩ যুবক, হুগলিতে ২টি পৃথক ঘটনায় চাঞ্চল্য
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (২৫) ও সুমন শেখর (২৯) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (২২) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর […]
ফের বিজেপির রাজ্য নেতৃত্বকে নিশানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতেও রাজি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ
ভোটের ফল বেরনোর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন৷ পাশাপাশি, নিজের দলের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও কোনও আপত্তি নেই তাঁর৷ শুধু তাই নয়, নিজের দলের কৌশলকেই কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে সৌমিত্র খাঁ বলেন, […]
টানা দুর্যোগের মধ্যে ব্যাপক পরিমাণে জল ছাড়ল মাইথন-পাঞ্চেত, রাজ্য বন্যার সতর্কতা জারি
আগেই জল ছাড়া শুরু করেছিল ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷ আশঙ্কা করা হচ্ছিল আসানসোল ও ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের পরিমাণ যদি না কমে, তাহলে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিভিসি কর্তৃপক্ষ ৷ সেই আশঙ্কা সত্যি করে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু করেছে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷ এই জল […]