সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি। জানা গেছে, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা আরও একটি লরি সামনের ওই লরিটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনা ঘটার পরই আটকে পড়ে ওই লেন দিয়ে গাড়ি চলাচল। দুর্ঘটনায় লরিতে থাকা এক খালাসীর শরীরের একটি অংশ পুরোপুরি আটকে পড়ে। এরপরই ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা-সহ অন্যান্য চালকেরা। তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্টগামী লেন বন্ধ হয়ে তৈরি হয় চরম যানজট। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়েই দু’দিকের গাড়ি চালানো হচ্ছে। ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
Related Posts
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বর্ধমান, জলমগ্ন একাধিক এলাকায়, হাওড়া-বর্ধমান মেন লাইনের পাশে ধস
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের জনজীবন। একাধিক বাড়ির মধ্যে ঢুকেছে জল। বিঘ্নিত যানচলাচল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার জন্য এই সমস্যা হয়েছে। শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকায় বৃষ্টির জল ঢুকে ডুবেছে বহু বাড়ি। ভাতার ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। এমনকী, রাস্তাঘাট, বাজারগুলিও গিয়েছে জলের তলায়। শুধু তাই নয়, টিউবওয়েলগুলিও […]
শুধু বিজেপি নয়, রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন তৃণমূলের
রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রাম নবমীর শোভাযাত্রা। খুব তাৎপর্যপূর্ণ ব্যারাকপুর অঞ্চল। সেখানে তৃণমূল নেতাদের আয়োজনে ছোট বড় প্রায় কুড়িটি রাম নবমীর মিছিল বের হতে চলেছে । বিকেল চারটে নাগাদ ব্যারাকপুরে রামনবমীর মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আবার […]
‘সন্দেশখালিতে নতুন খেলা শুরু করেছে তৃণমূল’, স্টিং ভিডিও প্রসঙ্গে ব্যারাকপুর থেকে বললেন মোদি
ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সন্দেশখালির ‘স্টিং ভিডিও-র প্রসঙ্গ তিনি সরাসরি তোলেননি। তবে সন্দেশখালিতে তৃণমূলের ‘নতুন খেলা’র কথা বলেছেন তিনি। সন্দেশখালির কোন খেলার কথা মোদী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। রবিবার রাজ্যের চারটি কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে […]