কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, “কোনও অসামাজিক তত্ত্ব সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বাঁধা দিলে কেন্দ্রীয় বাহিনীর প্রতিরোধ করা উচিৎ।” এর আগে ২০২১ সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল কয়েকজনের ৷ যে ঘটনার জল গড়িয়েছে অনেকদূর ৷ লোকসভা ভোটের প্রচারের ক্ষেত্রেও শাসকদল তৃণমূল নেতৃত্বের গলায় বারবার উঠে এসেছে সেই প্রসঙ্গ ৷ বাহিনী নিয়ে সতর্ক নির্বাচন কমিশনও ৷ তার মাঝেই দ্বিতীয় দফার ভোটের দিনই ফের সেই বাহিনীকেই গুলি চালাতে বললেন বিজেপি প্রার্থী ৷ শিলিগুড়িতে এমনই বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের গেরুয়া শিবিরের প্রার্থী রাজু বিস্তা। বিজেপি প্রার্থীর দাবি, চোপড়ায় দেদার ছাপ্পা ভোট দেওয়া এবং সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে আটকাচ্ছে শাসকদলের গুন্ডারা ৷ এদিন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বলেন, “আমি তো বলব, কেন্দ্রীয় বাহিনীর বন্দুকে মরচে পরে যাবে যদি তারা এই ধরণের অসামাজিক তত্ত্বকে গুলি না করে।” বেশ কয়েকটি বুথে পুনর্নিবাচনেরও আবেদন জানিয়েছেন রাজু।
Related Posts
দিঘায় মহিলার উপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণ রক্ষা
দিঘায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা। মহিলা পর্যটকের উপর দিয়ে চলে গেল স্পিডবোট। অল্পের জন্য প্রাণে রক্ষা। তবে গুরুতর আহত ওই পর্যটক মহিলা। জানা গিয়েছে, আহত ওই মহিলা পর্যটকের নাম ইয়াসমিনা খাতুন খাসখামার। বয়স ৩২ বছর। তার বাড়ি বাউড়িয়ায়। পরিবারের সঙ্গে রবিবারই নববর্ষে দিঘায় বেড়াতে আসেন। এরপর এদিন স্পিডবোটে ওঠেন। তখনই দুর্ঘটনা।
প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গাড়ি
শনিবার সন্ধেয় দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি। তবে ঘটনায় আহত হননি তিনি। বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান সৌগত। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোদপুরের এইচবি টাউনের সামনে। প্রচার সেরে ফিরছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আচমকা একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে তাঁর গাড়ির পিছনে। দুর্ঘটনায় তাঁর চোট লাগেনি। কিছুক্ষণের […]
ফরাক্কা ব্যারেজের উপর লরিতে আগুন, বন্ধ যান চলাচল
ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷ ঘটনাটি ঘটেছে […]