মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সাহিল খান-এর ১ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই আগামী পয়লা মে অবধি সাহিল খানকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা সাহিলকে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “দেশের আইনব্যবস্থা এবং মুম্বই পুলিশের উপর আমার আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবেই।” সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের মাতুঙ্গা থানায় অভিনেতা সাহিল খানের নামে এফআইআর দায়ের হয়। অভিযোগ, এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন অভিনেতা।

error: Content is protected !!