তৃতীয় দফা নির্বাচনের আগে ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে জোড়া কর্মসূচি

তৃতীয় দফা নির্বাচনের ঠিক আগের দিন আজ বঙ্গে জোড়া কর্মসূচি অমিত শাহর। প্রথমে কৃষ্ণনগরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো এবং পরে দুর্গাপুরের তিলক ময়দানে দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন শাহ। গতকাল রাতে দুর্গাপুরে পৌঁছেই সুকান্ত মজুমদার ও অন্য নেতৃত্বের কাছে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজ নেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, গত লোকসভার জেতা আসনগুলির একটি আসনও হাতছাড়া যেন না হয় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি, আসানসোল পুনরুদ্ধার করতে হবে, শাহ এমনটাও বার্তা দিয়েছেন বলে খবর। দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত দুর্গাপুরের হোটেলে বৈঠক করেন সুকান্ত মজুমদার। কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের হোটেল থেকে রওনা হবেন অমিত শাহ।

error: Content is protected !!