হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার আঘাতে ছিটকে নানা দিকে পড়ে রয়েছে ওই শিশুরা।জখম তিন কিশোরকেই উদ্ধার করে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। কে বা কারা ওই এলাকায় বোমা রাখল, তা তদন্ত করে দেখছে হুগলি গ্রামীণ পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কিছু বিস্ফোরক থাকলে তার খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস ( ১১)। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। আহত কিশোরদের মধ্যে এক জনের নাম রূপম বল্লভ। অন্য জনের নাম সৌরভ চৌধুরী। আহত এক কিশোরের ঠাকুমা ঘটনার বিবরণ দিয়ে বলেন, “ছেলেটা বাড়িতে টিভি দেখছিল। পাশের বাড়ির ছেলেটা খেলতে ডাকায় আমায় বলে বাইরে বেরোল। রান্নাঘরে ঢুকেই শুনি বিকট শব্দ। দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা।” স্থানীয়দের অধিকাংশেরই বক্তব্য, শান্ত এলাকায় আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি।
Related Posts
প্রবল বৃষ্টিতে জলমগ্ন বারাসতের রাস্তায় বিদ্যুতের খোলা তারে প্রাণ কাড়ল মহিলার
বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার […]
মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ, নিরাপত্তারক্ষীর মারে কপাল ফাটে তৃণমূল কর্মীর
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ধুন্ধুমার । বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রার্থীর নিরাপত্তারক্ষীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলকর্মীরা। দিলীপের গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় এক তৃণমূলকর্মীকে। নিমেষে এলাকা রণক্ষেত্রের আকার নেয়। বেলা বাড়তেই ক্রমশ উত্তপ্ত হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের […]
হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারের মাঝেই ফের চোট
আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের […]