জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এর জেরে মৃত্যু হল ৩ জঙ্গির। সোমবার রাত থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কুলগামকে চারিদিক থেকে ঘিরে চলে তল্লাশি। আগে থেকেই তথ্য ছিল এই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি। এই এলাকায় আরও জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। প্রসঙ্গত, ২৮ এপ্রিলও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইতে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বাড়তি সতর্ক ছিল নিরাপত্তা বাহিনী।  মঙ্গলবার ফের নিকেশ হল তিন জঙ্গি।  

error: Content is protected !!