জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এর জেরে মৃত্যু হল ৩ জঙ্গির। সোমবার রাত থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কুলগামকে চারিদিক থেকে ঘিরে চলে তল্লাশি। আগে থেকেই তথ্য ছিল এই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি। এই এলাকায় আরও জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। প্রসঙ্গত, ২৮ এপ্রিলও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইতে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বাড়তি সতর্ক ছিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ফের নিকেশ হল তিন জঙ্গি।
Related Posts
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিজেপির রোষে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল। সূত্রে মারফত আরও জানা যাচ্ছে, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর […]
ওড়িশায় ২৪ বছরের পট্টনায়ক শাসনের অবসান
লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন […]