উত্তরপ্রদেশে বরের গাড়িতে ট্রাকের ধাক্কায় অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে মৃত বর সহ ৪

বরের গাড়িতে ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল আগুন ৷ তাতে দগ্ধ হয়ে মৃত্যু হল বর সহ চারজনের ৷ আহত হয়েছেন আরও দু’জন ৷ মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৷গভীর রাতে বড়গাঁও জেলার ওভারব্রিজ দিয়ে বরের গাড়িটি যখন ক্রশ করছিল তখনই একটি ট্রাক পিছন থেকে এসে চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। তাতে বর, তাঁর দাদা, দাদার ছেলে ও গাড়ির চালক-সহ মোট ৪ জন দগ্ধ হয়েছেন। ওই গাড়িতে আরও দুই জনও ছিলেন। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়ার পর পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ৷

error: Content is protected !!