ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ১৮ রানে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। এদিন বৃষ্টির জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। ২ দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৬। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করে কেকেআর। জবাবে ৮ উইকেটে ১৩৯ রান করেই থেমে গেল মুম্বই ইন্ডিয়ানস। আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। এদিন হারের ফলে ১৩ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল মুম্বই। এদিন টস হারে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে শ্রেয়স আইয়ারের কেকেআর’কে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া । প্রথমে ব্য়াট করে ১০ রানের মধ্য়ে দুই ওপেনার (সুনীল নারিন ও ফিল সল্ট) ফিরে যাওয়ায় কেকেআর শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। তবে এরপর ভেঙ্কটেশ আইয়ার (২১ বলে ৪২), নীতীশ রানা (২৩ বলে ৩৩), আন্দ্রে রাসেল (১৪ বলে ২৪), রিঙ্কু সিং (১২ বলে ২০) ও রমনদীপ সিংদের (৮ বলে অপরাজিত ১৭) মিলিত প্রয়াসে কেকেআর শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। জবাবে মুম্বই ইনিংস শেষ হয় ১৩৯ রানে, ৮ উইকেটের বিনিময়ে। মুম্বাই ইন্ডিয়ান্স’কে ১৮ রানে হারিয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে ‘প্লে অফে’ (playoffs) জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই তারা এটা অর্জন করল। ১২ ম্যাচে কেকেআরের পয়েন্ট ১৮। লিগ তালিকায় তারাই আপাতত শীর্ষে।
Related Posts
রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও শেষ ওভারে হায়দরাবাদের কাছে হারলো পঞ্জাব
সানরাইজার্স হায়দরাবাদ: ১৮২-৯ (রেড্ডি ৬৪, সামাদ ২৫, অর্শদীপ ৪-২৯ )পাঞ্জাব কিংস: ১৮০-৬ (শশাঙ্ক ৪৬, কুরান ২৯)হায়দরাবাদ ২ রানে জয়ী। রুদ্ধশ্বাস ম্যাচে । লড়াই করেও শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারল পঞ্জাব কিংস। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। শুরুটা খারাপ করেননি পঞ্জাব বোলাররা। বিশেষ করে অর্শদীপ সিং যেভাবে শুরুতেই […]
ছাত্রীদের থেকে চাইতেন নগ্ন ছবি, জোর করে দেখাতেন অশ্লীল ভিডিও, গ্রেফতার KCA-র ক্রিকেট কোচ
কেরালায় ক্রিকেট কোচের দ্বারা মহিলা খেলোয়াড়দের যৌন নিপীড়নের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে যৌন নির্যাতনে লিপ্ত কোচের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) কাছে ক্রমাগত অভিযোগ আসছিল। এরপরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়নি এবং তাঁকে কাজ করতে দেওয়া হয়েছিল। জানা গেছে, ২০১৮ সালে কেরালার তিরুবনন্তপুরমে মহিলা ক্রিকেট কোচ […]
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চতুর্থবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের। বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। আগুনে স্পেল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ট্রেভিড হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদদের উইকেট নিয়ে হায়দরাবাদের কোমড় ভেঙে দেন অজি স্পিড স্টার। […]