ষষ্ঠ-সপ্তম দফায় জন্য রাজ্যে ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচন থেকে বাংলায় থাকছে 1 হাজার 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বিগত 4 দফায় পশ্চিমবঙ্গে ভোট পর্যবেক্ষণের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বচন কমিশন ৷ সেইসঙ্গে থাকবে বিশাল সংখ্যায় রাজ্য পুলিশও ৷ অন্যদিকে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরুর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ৷ দেশের মধ্যে শুধুমাত্র বাংলার জন্য সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল ৷ তবে এবার সেই সংখ্যাও ছাপিয়ে যেতে চলেছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও চতুর্থ দফায় বহরমপুর, বীরভূমের কয়েকটি বুথে অশান্তির ছবি সামনে এসেছে ৷ চতুর্থ দফায় আসন অনুপাতে অনেক কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয় । কম ছিল কিউ আর টিও । যদিও বড় কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কমিশন ৷ তবে শেষ দুই দফায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন ৷ এখনও পর্যন্ত নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও দক্ষিণবঙ্গের বাকি আসনগুলির ক্ষেত্রে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে কোনও রকম ঝুঁকি নিতে চায় না কমিশন । শেষ তিন দফার নির্বাচন যেন রক্তপাত শূন্য হয়, তাই অনেক বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায় । থাকছে রাজ্য পুলিশও ।

error: Content is protected !!