ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচন থেকে বাংলায় থাকছে 1 হাজার 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বিগত 4 দফায় পশ্চিমবঙ্গে ভোট পর্যবেক্ষণের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বচন কমিশন ৷ সেইসঙ্গে থাকবে বিশাল সংখ্যায় রাজ্য পুলিশও ৷ অন্যদিকে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরুর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ৷ দেশের মধ্যে শুধুমাত্র বাংলার জন্য সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল ৷ তবে এবার সেই সংখ্যাও ছাপিয়ে যেতে চলেছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও চতুর্থ দফায় বহরমপুর, বীরভূমের কয়েকটি বুথে অশান্তির ছবি সামনে এসেছে ৷ চতুর্থ দফায় আসন অনুপাতে অনেক কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয় । কম ছিল কিউ আর টিও । যদিও বড় কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কমিশন ৷ তবে শেষ দুই দফায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন ৷ এখনও পর্যন্ত নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও দক্ষিণবঙ্গের বাকি আসনগুলির ক্ষেত্রে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে কোনও রকম ঝুঁকি নিতে চায় না কমিশন । শেষ তিন দফার নির্বাচন যেন রক্তপাত শূন্য হয়, তাই অনেক বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায় । থাকছে রাজ্য পুলিশও ।
Related Posts
অসমে রাতারাতি সরিয়ে ফেলা হল গান্ধীমূর্তি
অসমে গান্ধী মূর্তি অপসারণের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। অসমের ডুমডুমা শহরে মহাত্মা গান্ধীর ৫.৫ ফুট মূর্তিটি রাতারাতি সরিয়ে ফেলা হয়। প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিয়ে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন, এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি এই ধরনের পদক্ষেপ সম্পর্কে অবগত ছিলেন না, বিষয়টি তিনি যাচাই […]
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিজেপির রোষে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল। সূত্রে মারফত আরও জানা যাচ্ছে, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর […]
আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে
১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের […]