ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ভাবেশ ভিন্ডেকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না । শেষমেশ বৃহস্পতিবার উদয়পুরের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পরই অনিচ্ছাকৃত হত্যা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হওয়ার পর থেকেই মুলুন্দ এলাকার বাড়ি থেকে লোনাভালায় পালিয়ে যান ভাবেশ । তবে সূত্র মারফৎ তাঁর উপর নজর রাখছিল পুলিশ । এরপরই উদয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় । সকাল থেকেই মেঘে ঢেকে যায় বাণিজ্যনগরীর আকাশ । দুপুর গড়াতেই শুরু হয় প্রবল বৃষ্টি । তার আগে ধুলোর ঝড় হয়ে গিয়েছিল । এরপরই ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে থাকা হোর্ডিং খুলে নীচে পড়ে যায় । সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন । একটু পর থেকে মৃত্যুর খবর আসতে থাকে । ক্রমশ মৃতের সংখ্যাও বাড়তে থাকে । উদ্ধার কাজ শুরু করে প্রশাসন । এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক । গ্রেফতারি নিয়ে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার পুরুষোত্তম কারড জানিয়েছেন, ঘটনার পরই ভাবেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল । তাঁর সংস্থাই ওই হোর্ডিং লাগিয়েছিল । বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর তাঁকে গ্রেফতার করা হয় । শুধু এই মামলা নয়, তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ মোট ১৩টি অভিযোগ দায়ের হয়েছে । ২০১৯ সালে নির্বাচনেও লড়েছিলেন ভাবেশ । এবার তাঁকে গ্রেফতার করা হল । গ্রেফতারের পর তাঁকে জেরা করছেন তদন্তকারীরা । ওই হোর্ডিং লাগানোর ক্ষেত্রে কোনও গাফিলতি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
Related Posts
হায়দরাবাদের এক ইউনিভার্সিটির হোস্টেলের চাটনিতে সাঁতরে বেড়াচ্ছে জীবন্ত ইঁদুর! ভাইরাল ভিডিও
চাটনিতে ভাসছে আস্ত ইঁদুর। এই কাণ্ডটি ঘটে গিয়েছে হায়দরাবাদের নামি ইউনিভার্সিটির হোস্টেলে। খাবার রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে! উঠছে প্রশ্ন। রেগে আগুন নেটিজেনরা। সম্প্রতি, তেলেঙ্গানার সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলর বড় ধরনের এই ঘটনা সামনে এসেছে। এখানকার রান্না করা ‘চাটনিতে’ই একটি ইঁদুর পাওয়া […]
দিল্লিতে খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত বিমান পরিষেবা
আজ বিকেলে নাগাদ স্বস্তি ফিরল দিল্লিতে। গত কয়েকদিনের দাবদাহ থেকে মিলল সাময়িক রেহাই। তবে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধেয় দিল্লিগামী ২২টি বিমান ঘুরপথে অন্য বিমানবন্দরে অবতরণ করেছে। ৯টি জয়পুরে, ৮টি লখনউয়ে, ২ চণ্ডীগড়ে, একটি করে বারাণসী, অমৃতসর, আহমেদাবাদে অবতরণ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারের মতো […]
আসেননি বিয়েতে, তবে অনন্ত-রাধিকার আর্শীবাদে হাজির প্রধানমন্ত্রী মোদি
বিয়েতে মমতা দিদি, আর্শীবাদে মোদি! অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ষোলকলা পূর্ণ হল শনিবার রাতে। ব্যস্ততার কারণে শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী মোদি। তবে শনিবার সময়বার করে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে ও ছোট বউমাকে আর্শীবাদ দিতে পৌঁছালেন মোদি। এদিন প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে পৌঁছান খোদ মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। জোরহাতে সকলকে অভিবাদন জানান […]