ইন্দোনেশিয়ার ফের জেগে উঠল মাউন্ট ইবুর আগ্নেয়গিরি! আশে পাশের ৭ টি গ্রাম খালি করার নির্দেশ। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, এদিন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপ হালমোহরাতে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ধূসর ছাই রঙ্গে ছেয়ে গেছে আকশ। আকাশের বুকে ছড়িয়ে থাকা দীর্ঘ ছাইয়ের সারি দেখে আতঙ্কিত নেটিজেনরা। শনিবার রাত থেকেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।
Related Posts
অস্ট্রেলিয়ায় হু হু করে ছড়াচ্ছে Bird-Flu, শয়ে শয়ে মরছে হাঁস-মুরগি
একের পর এক সংক্রমণে জেরবার বিশ্ব। এবার ফের নতুন করে বার্ড ফ্লু মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার অবশ্য অস্ট্রেলিয়ায়। এর আগে অস্ট্রেলিয়ার আট-নটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে। এই নিয়ে ১০তম খামারে সংক্রমণ হল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নের কাছে আরও এক হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের প্রশাসন কদিন আগেই আটটি খামার […]
মেক্সিকোর ভোটপ্রচারে মঞ্চ ভেঙে মৃত ১০, আহত ৫০
টপ্রচারে মঞ্চ ভেঙে বিপত্তি। মৃত্যু হল ১০ জনের। তারমধ্যে একজন শিশুও আছে। আহত ৫০-এর বেশি। মেক্সিকোয় ঘটেছে এই দুর্ঘটনা। মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল বুধবার। উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে এই প্রচার করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মেনেজ। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা […]