ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে এক ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায়। রবিবার রাতেই অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে পাকড়াও করেন গ্রামবাসীরা ৷ এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান। অভিযোগ তাদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন। এরই পরই অভিযুক্ত জওয়ান ধরে ফেলে গ্রামবাসীরা ৷ তাঁকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামীবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ওই আইটিবিপি জওয়ানকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিরালা হাই স্কুলে ভোটের ডিউটিতে আসা বাকি তিন জন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার নির্বাচন কমিশন দু’ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷
Related Posts
রামনগরে দোকানে ঢুকল বাস
হঠাৎই অসুস্থ চলন্ত বাসের চালক। যার জেরে দোকানে ঢুকে পড়ল বাস। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগরে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তড়িঘড়ি ওই চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। জানা গিয়েছে, মেদিনীপুর থেকে দিঘার দিকে যাচ্ছিল বাসটি। রামনগরে পৌঁছনোর […]
সিকিমে বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী, ছাড়া হল জল, প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা
রিমলের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। সে প্রভাবেই সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠল তিস্তা নদী। গত বছর সিকিমের হ্রদ বিপর্যয়ে গতিপথ বদলেছিল তিস্তা। তার জেরে, এ বার বর্ষার আগে নদীতে জল বাড়তেই নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবকের কাছে লালটং বস্তি এলাকা। তিস্তায় জল বেড়ে যাওয়ায় […]
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়, আক্রান্ত ৪ বছরের শিশু
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়। আক্রান্ত রাজ্যের ৪ বছরের এক শিশু। ২০১৯ সালে দেশে একজনের শরীরে মেলে বার্ড ফ্লুর ভাইরাস। তার পর বাংলায় ওই ৪ বছরের শিশুর শরীরে মিলেছে H9N2 ভাইরাস। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানাচ্ছে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই শিশুটি গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি […]