পঞ্চম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা ৷ ব্যারাকপুরের পর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর থেকেও উত্তেজনার খবর সামনে এসেছে ৷ গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরও ৷ এদিন সেই খবর সামনে আসতেই অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷
Related Posts
নবান্ন অভিযানে ‘বডি পড়বে’ বলা ৩ বিজেপি নেতাকে গ্রেফতার, বিজেপির জেলা সভাপতি শঙ্করকে আটক করল পুলিশ
মঙ্গলবার গ্রেফতারও করা হল নবান্ন অভিযানে ‘বডি পড়বে’ বলা তিন বিজেপি নেতাকে। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দু’টি ‘গোপন ভিডিয়ো’ (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)-র সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বাবলু গঙ্গোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় এবং বিপ্লব মালকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শঙ্কর গুছাইতকে। […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ
রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত করা হল। নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর তাঁকে নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হল। স্বামী গৌতমানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সপ্তদশ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। […]
প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস
বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! […]