ভোটের ২৪ ঘণ্টা আগেই যোগীরাজ্যে আয়কর হানায় উদ্ধার ৬০ কোটি

ভোটের মরশুমে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলেন আয়কর আধিকারিকরা। উত্তরপ্রদেশের আগ্রায় শনিবার বিকেল থেকে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে টানা তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের খবর, এক ব্যবসায়ীর বাড়ি থেকেই একদিনে প্রায় ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ব্যবসায়ীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। তিন ব্যবসায়ীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়। রবিবার সকালেও ওই তিন ব্যবসায়ীর সঙ্গে কথাবার্তা বলছেন আধিকারিকরা, চলছে তল্লাশিও। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা রুজু করা হয়েছে তিনজনের বিরুদ্ধে। আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যাঙ্কের কর্মচারী এবং টাকা গোনার মেশিন আনানো হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে।

error: Content is protected !!