বিজ্ঞাপনে ‘নিষেধাজ্ঞা’, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি

বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে BJP। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কমডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। বিজেপির তরফে আইনজীবী জয়দীপ কর এদিন বলেন, ‘নির্বাচন কমিশন যে শোকজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ দেওয়ার কথা বিজেপির। তার আগেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ সেই কারণে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল মামলাটি শুনবেন প্রধান বিচারপতি।

error: Content is protected !!