ফের হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, হরিয়ানার আম্বালায় বাস এবং ট্রাভেলারের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছে। প্রায় ২৫ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। রাস্তায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ সাতজন নিহত। আহত যাত্রীদের নিকটস্থ আদেশ হাসপাতালে এবং কয়েকজন যাত্রীকে আম্বালা সেনানিবাসের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত শুরু করে পুলিশ। চালক পলাতক। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন জানান, চালক মাতাল ছিলেন এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা একই পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। কিছুদিন আগেই হরিয়ানার নুহতে বাসে বিধ্বংসী আগুন লাগে।
Related Posts
ত্রিপুরায় ভোট প্রচারে আসছেন মোদি-শাহ
ত্রিপুরার ২টো লোকসভা কেন্দ্রের একটাও কোনওভাবেই যাতে হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করতে আদাজল খেয়ে নেমেছে শাসক বিজেপি জোট। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটের আগেই ত্রিপুরায় ছুটে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির আসার কথা ১৫ এপ্রিল, অমিত শাহ আসবেন ১০-এ। এমনটাই খবর বিজেপি সূত্রের। দুজনেই একজোড়া করে সভা […]
স্কুলের পর এবার দিল্লির একের পর এক হাসপাতাল বোমা মেরে ওড়ানোর হুমকি
দিন কয়েক আগেই দিল্লি এবং এনসিআরের প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এ বার আর ইমেল বার্তা নয়, রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে ফোন করা হয়েছে। আর এই হুমকি ফোন পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালগুলিতে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির চারটি হাসপাতালে ওই হুমকি দিয়ে ফোন করা হয়েছে। সেই ফোন পাওয়ার পরই হাসপাতাল […]
অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়
বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। […]