নকশাল প্রভাবিত নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় আবুজহমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা ২১ ঘণ্টার গুলির লড়াই শেষ ৷ সংঘর্ষে আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার যৌথ বাহিনীর উপর আচমকাই গুলি চালায় মাওবাদীরা ৷ পালটা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানরা ৷ সেই গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয় ৷ এরপরই তল্লাশি অভিযানে নামে আধাসামরিক বাহিনীর জওয়ানরা ৷ জানা গিয়েছে, যৌথবাহিনীর এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যুর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ৷ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এনকাউন্টার শুরু করে যৌথবাহিনী, যা শেষ হয়েছে আজ, শুক্রবার ৷ নিরাপত্তা বাহিনীর দল যখন ঘটনাস্থল থেকে ফিরছিল তখন আরও একবার হামলা চালানো হয় বাহিনীর উপর ৷ জানা গিয়েছে, মাওবাদীরা এসটিএফ দলের উপর আচমকা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় এসটিএফ-এর কর্মীরাও ৷ গুলির সংঘর্ষ শেষ হওয়ার পরে, তল্লাশি অভিযানের সময় ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর ৷ তবে এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি পুলিশের তরফে।
Related Posts
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক ৷ বর্তমানে ওরাল কলেরা ভ্যাকসিনের বিশ্বব্যাপী চাহিদা বার্ষিক ১০ কোটি ডোজ ছাড়িয়ে গিয়েছে । এই চাহিদার কথা কথা মাথায় রেখেই ভারত বায়োটেকের এই সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান বাজারে কলেরার ওরাল ভ্যাকসিনের আনার কথা জানান ৷ তিনি এও জানান, ভুবনেশ্বর ও হায়দরাবাদের ইউনিটে বছরে এই HILLCHOL একক-স্ট্রেন […]
রাজস্থানে ট্রাকের পেছন গাড়ির ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২ শিশু সহ ৭
রবিবার রাজস্থানের সিকার জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ৩ নারী ও দুই শিশুসহ মোট সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন, আরশিবাদ পুলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়িতে থাকা ব্যক্তিরা মারা যান। গাড়িতে মোট ৭জন ছিলেন। তিনি জানান, […]
ভারতে মিলল প্রথম মাঙ্কিপক্সের হদিস, আক্রান্ত ১
ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। কন্টাক্ট ট্রেসিংএর […]