হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। সেই মামলাতেই এবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু। মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। এঁদের মধ্যে এক জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নামে পুলিশ। তবে পুলিশি তদন্তে অসন্তুষ্ট রণজিতের পুত্র ২০০৩ সালে এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্ত হন। সিবিআই তদন্তে জানা যায়, সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল। দীর্ঘ বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। তবে সেই নির্দেশের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্ত হন রাম রহিম। এই মামলাতেই মঙ্গলবার তাঁকে রেহাই দিল হাই কোর্ট।
Related Posts
ভুট্টা, বাঁশ থেকে স্টোন চিপ, পরিবহণ বাড়াছে উত্তর পূর্ব সীমান্ত রেল
বিভিন্ন শ্রেণির গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৪-এর জুন মাসে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে। গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে কাটিহার ডিভিশনের অন্তর্গত আদিনা স্টেশনটি ০৩-০৬-২০২৪ তারিখ থেকে অন্তর্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। রঙিয়া ডিভিশনের অন্তর্গত তাতিবাহার স্টেশনটি […]
মধ্যপ্রদেশের নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু দিল্লিতে
দিল্লিতে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক নার্সিং ছাত্রীর। অশোক নগরে নিজের পিজিতেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ২২ বছরের এই নার্সিং ছাত্রীর মৃত্যু ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। রবিবার পিজির অন্য মহিলারা তাঁকে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় দেখেন। খবর পেয়ে দ্রুত সেখানে আসে পুলিশ। তারা এসে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এরপর দরজা ভেঙে পুলিশ […]
কান্নুরে গাড়ি-লরির সংঘর্ষে একই পরিবারের ৫জনের মৃত্যু
কেরালার কান্নুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এখানে একটি গাড়ি ও লরির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কান্নাপুরম এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। মৃতদের নাম কালিচান্দুক্কামের বাসিন্দা ৫৯ বছর বয়সী কে এন পদ্মকুমার, ৩৫ বছর বয়সী চুরিক্কাত্ত সুধাকরণ, ৩৫বছর বয়সী অজিথা, ৬৫ বছর বয়সী কোজুম্মল […]