লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । শুক্রবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে বোমাবাজির পর ওই এলাকা পরিদর্শন করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । সেখানে গিয়ে বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত । পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে ।” শওকতের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেও অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল । বৃহস্পতিবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হন ১০ জন ।শওকত মোল্লা আরও বিস্ফোরক দাবি করে জানান, যত সমাজবিরোধী তাদেরকে একত্রিত করে বোমা বাঁধার কাজ করা হচ্ছে । এদেরকে পিছন থেকে অর্থের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে আইএসএফের তরফে । রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে ৷ ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়েছিল ।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ভাঙড়ের ভোগালি 1 এবং 2-এর বানিয়ারা গ্রামে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ।
Related Posts
তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷ তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ […]
বারাসতের পুনর্নিবাচনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী
সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা […]
নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]