সপ্তম দফার ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বাড়ি থেকে সরাসরি মিত্র ইনস্টিটিউশনে আসেন অভিষেক ৷ সেখান থেকেই ভোট দেওয়ার পর তাঁর যাওয়ার কথা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৷ ভোট দেওয়ার পর অভিষেক বলেন, “সাধারণ মানুষকে বঞ্চনা করার ফল ৪ তারিখ পাবে ৷ কেন্দ্র সরকারের উপর মানুষের মোহভঙ্গ হয়েছে ৷ সব জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷ মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে !” পশ্চিমবঙ্গে কতগুলি লোকসভা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, তা শেষ দফার ভোটগ্রহণের দিনে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট দেওয়ার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ২০১৯ সালে যতগুলি আসনে জিতেছিল তৃণমূল, সেটা ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে। আজ যে ন’টি আসনে নির্বাচন হচ্ছে, সেটার উপর নির্ভর করছে যে গতবারের থেকে তৃণমূলের আসন সংখ্যা কতটা বাড়বে।তিনি আরও বলেন, ‘আমার যা মনে হয় …..। আমি তো জ্যোতিষী নই। অমিত শাহের মতো ভবিষ্যদ্বাণী আমি করি না যে ২০০ (আসনে জিতব বলে) ৭০-র ঘরে আটকে যাবে। তবে নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি, ছ’টি দফার যে নির্বাচন হয়েছে, তাতে তৃণমূলের আসন সংখ্যা ২২ পেরিয়ে যাবে। আজ যে যে আসনে নির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে আমরা যতগুলি আসনে জিতব, সেগুলি ২০১৯ সালের থেকে ব্যবধান বাড়িয়ে তুলবে।’ এদিন অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন ?” প্রসঙ্গত, একই দিনে বারাণসীতে ভোট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, এবং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল সপ্তম দফার এই নির্বাচনে সকলের নজর দুটি কেন্দ্রের দিকে এক বারাণসী অন্যটি ডায়মন্ড হারবার, এই নিয়ে কী বলবেন ? জবাবে অভিষেক বলেন, “আমরা দেখছি প্রধানমন্ত্রীর কেন্দ্রে কেউ নমিনেশন দিতে চাইলে তাঁকে আটকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর যদি এতটাই আত্মবিশ্বাস থাকে, তাহলে তিনি কেন তাঁর ছেলের বয়সী একজনকে মনোনয়ন দেওয়া থেকে আটকাচ্ছেন ? ওটাতো প্রধানমন্ত্রীর আসন। গোটা দেশে তাঁর নামেই বিজেপি ভোট চাইছে। সেখানে প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন ? আপনারা ডায়মন্ড হারবার দেখুন ৷ সেখানে সিপিএম নমিনেশন দিয়েছে, বিজেপি নমিনেশন দিয়েছে, আইএসএফ নমিনেশন দিয়েছে, কোথাও কাউকে আটকানো হয়নি। এমনকী ইন্ডিপেন্ডেন্ট এবং এসইউসিআই ও নোমিনেশন দিয়েছে ৷ আমরা কাউকে বাধা দিইনি। আপনি যখন বলছেন, মানুষের সমর্থন আপনার সঙ্গে রয়েছে, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন ? আপনার ভয়েই বলে দিচ্ছে, মানুষের জনমত আপনার সঙ্গে নেই।”
Related Posts
কলকাতার যোধপুর পার্কে ক্যাফেতে বিস্ফোরণ, আহত এক কর্মী
কলকাতার ক্যাফেতে বিস্ফোরণ। যোধপুর পার্কে ক্যাফে খোলার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের জেরে দোকানের শাটার উড়ে গিয়েছে। ভেঙেছে কাচের দরজা। জখম হয়েছেন ওই ক্যাফেরই এক কর্মী। সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই দোকানের চারপাশে যে ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান। বিস্ফোরণের সঙ্গে […]
ভোট পরবর্তী হিংসা রুখতে ফলপ্রকাশের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে আরও ১৫ দিন, জানিয়ে দিল নির্বাচন কমিশন
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা আরও বৃদ্ধি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ফলপ্রকাশের রাজ্যে আরও ১৫ দিন বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা […]
করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র
অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি করোনা আক্রান্ত। জ্বর গা হাত পা ব্যথা-সহ ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে সোমবার ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে ভর্তি কার হয় তাঁকে। সেখানেই করোনা পজেটিভ ধরা পড়ে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। অর্থমন্ত্রী অমিত মিত্রের করোনা আক্রান্তের খবরে ফের বাড়ছে উদ্বেগ। যদিও প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়, এমনটাই জানিয়েছেন […]