সোমবার (৩ জুন) দিল্লির সরিতা বিহার থানার কাছে তাজ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন লাগে। 12280 তাজ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তথ্য দেওয়ার সময় উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছে যে তুঘলকাবাদ-ওখলার মধ্যে তাজ এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। সব যাত্রী নিরাপদে আছেন। ডিসিপি রেলওয়ের মতে, মোট ৬টি দমকল টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তথ্যমতে, কেউ আহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তথ্য প্রদান করে, দিল্লি পুলিশ জানিয়েছে, “৩ জুন ট্রেনে আগুনের বিষয়ে বিকাল ৪.৪১ মিনিটে একটি পিসিআর কল আসে।” অ্যাপোলো হাসপাতালের কাছে ঘটনাস্থলে পৌঁছেছেন আইও। ঘটনাস্থলে দেখা যায় তাজ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা অন্য কোচে চলে যাওয়ায় এবং নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে রেলওয়ের তরফে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে, দিল্লির সরিতা বিহারে একটি ট্রেনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনও অপেক্ষিত. দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানান, হরকেশ নগর থেকে 4:24 মিনিটে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। আরও তথ্য এখনও অপেক্ষিত.
Related Posts
রাহুল গান্ধির হেলিকপ্টারে ‘তল্লাশি’ চালাল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড
একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। এবার রিপোর্টে দাবি করা হল, তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ […]
রাজস্থানের কোটায় ১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার, গ্রেপ্তার ৬
১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার। তাকে প্রথমে বিবস্ত্র করা হয়। এরপর উলঙ্গ অবস্থায় নাচ করতে বাধ্য করে একদল ব্যক্তি। নাচতে নাচতে তাকে হাসতেও জোর করে তারা। কারণ, অভিযুক্তদের সন্দেহ হয়েছিল, ওই দলিত নাবালক তার চুরি করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শনিবার রাতেই ঘটনাটি নজরে […]
রণকৌশল ঠিক করতেই শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে তৃণমূল
শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবার মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। মঙ্গলবারই মুম্বইয়ের সেবি অফিসে যাবেন তাঁরা। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট […]