‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ১৪০ কোটি ভারতীয়দের বিজয়’: প্রধানমন্ত্রী মোদী

ভোট গণনার মধ্যেই বিজেপি সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি জয় জগন্নাথ নামে সম্বোধন শুরু করেন। তিনি বলেন, আমরা সকলেই জনগণের কাছে ঋণী। জনগণ এনডিএ এবং বিজেপির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। আজকের বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। এটা ভারতের সংবিধানের প্রতি অটুট আনুগত্যের জয়। এটি উন্নত ভারতের প্রতিশ্রুতির বিজয়। এটা সবার সমর্থন, সবার উন্নয়নের জয়। এটাই এই মন্ত্রের জয়। এটা ১৪০ কোটি ভারতীয়ের বিজয়। তিনি আরও বলেন, আজ দেশের নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাব। এত দক্ষতার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে প্রায় 100 কোটি ভোটার, 11 লাখ ভোটকেন্দ্র, 55 লাখ ভোটিং মেশিন এবং 1.5 কোটি পোলিং কর্মী একসঙ্গে কাজ করেছেন। প্রত্যেক ভারতীয় ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং সমগ্র নির্বাচন ব্যবস্থা নিয়ে গর্বিত। এটি নিজেই একটি বড় গর্বের বিষয়।

error: Content is protected !!