এনডিএ-র বৈঠকের পরেই দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর জোশীর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী। শুক্রবারই এনডিএ-র বৈঠকে জোটের সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন মোদী। ওই বৈঠকের পরেই প্রথম আডবাণী, পরে জোশীর বাড়িতে যান তিনি। শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা মোদী। তিন জনের হাতেই পুষ্পস্তবক দিয়ে হাতজোড় করে নমস্কার জানান মোদি। প্রতিনমস্কার করেন আডবাণী, জোশী, কোবিন্দও। বিজেপির অন্দরের অনেকেই মনে করেন, আডবাণী মোদির রাজনৈতিক গুরু। গুজরাত হিংসার সময় মুখ্যমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অটলবিহারী বাজপেয়ী সহ বিজেপির অন্য শীর্ষনেতারা। কিন্তু শোনা যায়, সেই সময় মোদির পাশে দাঁড়িয়েছিলেন আডবাণী। অন্য দিকে, দীর্ঘ দিনের বিজেপিশ্রুতি হল, একদা রামজন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ জোশীর সঙ্গে মোদীর সম্পর্ক খুব একটা ‘স্বাভাবিক’ নয়। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনেও ডাক পাননি আডবাণী, জোশীরা। যদিও রামমন্দির ট্রাস্টের তরফে সেই সময় জানানো হয়েছিল, তাঁদের বয়স বিবেচনা করেই উদ্বোধনী অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল, যা দু’জনেই মেনে নিয়েছেন। শুক্রবার বিকেলেই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এনডিএ-র প্রতিনিধি দল। এবার লোকসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি বিজেপি। সরকার চালাতে শরিক দলগুলিই এখন ভরসা পদ্মশিবিরের। এই পরিস্থিতিতে ‘মার্গদর্শকমণ্ডলী’র দুই নেতা আডবাণী এবং জোশীর কাছে মোদী মার্গ (পথ) দর্শন করতে গেলেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
Related Posts
মহারাষ্ট্রে হারার ভয়ে ভোটের দিন পিছোল বিজেপি! কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের
কথা ছিল তিনটি রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে৷ সেদিকে লক্ষ্য রেখেই তৈরি হচ্ছিলেন তিন রাজ্যের যুযুধান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা৷ শেষ পর্যন্ত হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিনক্ষণ জানাল না জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দফতরে সাংবাদিক সম্মেলন করে দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করার […]
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি! শিলচর এনআইটি থেকে দেশে ফিরতে পাঠানো হল বাংলাদেশি পড়ুয়াকে
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানানোয় এনআইটি শিলচরের বাংলাদেশি পড়ুয়াকে দেশে ফেরত পাঠানো হল। মাইসা মেহজবিন নামে ওই পড়ুয়া আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের চতুর্থ সিমেস্টারের ছাত্র্রী। তিনি কলেজ থেকে পাস আউট করা তার এক সিনিয়র বাংলাদেশি ছাত্র শাহাদাত হোসেন আলফির সমাজমাধ্যমে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ […]
ভারতীয়দের ইরান-ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক
ভারতীয়দের ইরান-ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের এই দুই দেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, ইসরায়েল বা ইরানে থাকা ভারতীয়দের দূতাবাসে যোগাযোগ করতে এবং নিজেদের নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়াও, তাদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং তাদের কার্যক্রম ন্যূনতম পর্যন্ত সীমিত করার জন্য অনুরোধ করা […]