তৃণমূলে যোগ দিল উপপ্রধান সহ ৯ সদস্য, নিশীথ-গড়ে বিজেপির দু’টি গ্রামপঞ্চায়েতের দখল নিল তৃণমূল

কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য। শুক্রবার সকালে জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। এর ফলে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫। তৃণমূলে যোগ দিয়ে দীপক বর্মন বলেন, বিজেপির পাপের বোঝা আর বইতে না পেরে উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে গুন্ডারাজ চলত। যাঁরা বিজেপিতে ছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন প্রধান যোগ না দিলেও আমরা তাঁকে বাধ্য করব পদত্যাগ করতে।  জয়ী হতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৷ সেখানে নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল নিল তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েত দু’টি বিজেপির দখলে ছিল ৷ শুক্রবার সকালে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 10 জন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন ।

error: Content is protected !!