নির্ধারিত সময়ের ঘণ্টাদু’য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা মেইন সেকশনে ১২ কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও নির্দিষ্ট সময়ে দু’ঘণ্টা পূর্বেই সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণায় জানাল পূর্ব রেল ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই কাজের দরুণ আমরা ৪৪৯ রুটকে জুড়ে দেওয়া হয়েছে ও নতুন দ্বৈত ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে । এর দরুণ যাত্রী পরিষেবা আরও উন্নত হবে । এখন থেকে ট্রেন পরিষেবা যা বন্ধ ছিল, তা তুলে দেওয়া হল । যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন । রবিবার থেকে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ।”
Related Posts
বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত ১
১৫ বছর আগে তৈরি হয়েছিল বাড়ি। কিন্তু, তারমধ্যেই বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু, তার আগেই ঘটে গেল বড়সড় বিপদ। খাটে বসে টিভি দেখার সময় আচমকা কিশোরের ওপর ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ। তারফলে প্রাণ গেল ওই কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। […]
বাংলার ৪ কেন্দ্রে শুরু উপনির্বাচন
লোকসভা ভোট মিটতেই বুধবার ৭ রাজ্যের ১৩টি আসনে উপনির্বাচন। এর মধ্যে বাংলার চারটি কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। চারটি কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন রয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাগদা কেন্দ্রে। এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের রাত থেকে উত্তপ্ত রানাঘাট দক্ষিণের পায়রাডাঙা। মঙ্গলবার মধ্যরাতে বিজেপির […]
কলকাতার যোধপুর পার্কে ক্যাফেতে বিস্ফোরণ, আহত এক কর্মী
কলকাতার ক্যাফেতে বিস্ফোরণ। যোধপুর পার্কে ক্যাফে খোলার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের জেরে দোকানের শাটার উড়ে গিয়েছে। ভেঙেছে কাচের দরজা। জখম হয়েছেন ওই ক্যাফেরই এক কর্মী। সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই দোকানের চারপাশে যে ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান। বিস্ফোরণের সঙ্গে […]