জম্মুতে পুণ্যার্থীদের বাসে গুলি চালাল জঙ্গিরা, মৃত ১০, আহত ৩৩

ফের রক্ত ঝরল উপত্যকায়। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার দিন জঙ্গি হামলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গি হামলার জেরে প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৩ জন। সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের ৩৩জন গুরুতর আহত হয়েছেন।

error: Content is protected !!