রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ তহবিলের প্রায় ২০ হাজার কোটি টাকার ১৭ তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷ মন্ত্রিসভার ৭২ জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপর এদিন সকালেই তিনি সাউথ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি ৷ পিএমও-র অন্য়ান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তৃতীয় মেয়াদের প্রথম ফাইলে সই করেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ প্রকল্পে অনুমোদন দেওয়ার ফলে উপকৃত হবেন প্রায় নয় কোটি তিন লক্ষ কৃষক। তহবিল প্রকাশে স্বাক্ষর করার পরে এদিন মোদি বলেছিলেন, “আমাদের সরকার ‘কিষাণ কল্যাণ’ (কৃষকদের কল্যাণ)-এর জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং, দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি এর সঙ্গে সম্পর্কিত হওয়া উপযুক্ত বলেই আমি মনে করি। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করতে চাই।” একই সঙ্গে মোদির এই সিদ্ধান্ত এনডিএ জোটের জয়ের পর কৃষকদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে বলে মনে করা হচ্ছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এবারের ভোটে বেশ কিছু আসনে ধাক্কা খেয়েছে বিজেপি ৷ বিশেষ করে গ্রামীণ ভারতের কিছু অংশে বিজেপির ভোট ব্যাঙ্কে কার্যত ধস নেমেছে। তারপরই মোদির কিষান নিধি প্রকল্পের ফাইল সই করার মধ্য দিয়ে কাজ শুরু করা অন্য ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে ৷
Related Posts
কিছু দল নিজেদের ব্যর্থতা লুকোতে সংসদকে ব্যবহার করে, বাজেটের আগে বিরোধীদের আক্রমণ মোদির
আজ থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এদিকে এই অধিবেশনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কানওয়ার যাত্রাপথে সব খাবারের দোকানে মালিকের নাম প্রদর্শনের নির্দেশিকা নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। আর বিরোধীদের সেই আক্রমণের আগেই পালটা আক্রমণ শানিয়ে বসলেন নরেন্দ্র মোদি। আজ অধিবেশনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি […]
পুনে-নাসিক হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের
শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুনে-নাসিক হাইওয়েতে বাইক আরোহী তুরুণকে সামনে থেকে ধাক্কা মারল একটি ফরচুনার গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছরের ওম ভালেরাও নামে ওই তরুণের ৷ আর এই ঘটনায় অভিযুক্তের পরিচয়, মহারাষ্ট্রের খেড় আলান্দির বিধায়ক দিলীপ মোহিতে পাতিলের ভাইপো ময়ূর মোহিতে ৷ পুলিশের তরফে জানান হয়েছে, রাস্তা রং-সাইড দিয়ে তীব্র গতিতে গাড়ি […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির
বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷ ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস […]