ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ এদিন রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর রাজনাথ সিং বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির নাম প্রস্তাব করেন কেভি সিং দেও ৷ এরপরই মোহন মাঝির নাম আমি বিজেপি নেতৃত্বের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করছি ৷ ওঁর সঙ্গে কথা বলার পরই দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদাকে নির্বাচিত করা হয়েছে ৷”
Related Posts
উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা করায় গ্রেফতার যাত্রী
ইন্দোর থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় বিমানের দরজা মাঝ আকাশে খোলার চেষ্টা করায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২১ মে। এখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) বিমানটি অবতরণের কয়েক মিনিট আগে 29 বছর বয়সী যাত্রী ফ্লাইটের সময় দরজা খোলার চেষ্টা করেছিলেন এবং বিমান সংস্থার কর্মীদের সাথে তর্ক […]
হিমাচলে একটানা বৃষ্টি-হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ২২
হিমাচলপ্রদেশে বিপর্যয় অব্যাহত। বুধবার রাতে সামেজ ও বাগি ব্রিজের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে তছনছ অবস্থা। মৃত বেড়ে ২২। আচমকা বন্যার জেরে হিমাচলের শ্রীখণ্ড এলাকার কাছে ভেসে যান কমপক্ষে ৩০ জন। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুলুর নির্মন্দ, সইঞ্জ, মালানা, মান্ডির পাধানা, সিমলার রামপুরে হড়পা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা রামপুর মহকুমার সামেজ গ্রামে। ওই গ্রামে […]
বাচ্চাদের মার্শাল আর্ট শেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বেরিয়ে বাচ্চাদের মার্শাল আর্ট শিখিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ‘জাতীয় ক্রীড়া দিবস’-এ সেই মার্শাল আর্টেরই ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল কংগ্রেস। আর তা নিয়ে ফের একবার চর্চায় রাগা। ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করেছিলেন রাহুল। দু’মাস ঘুরে সেই যাত্রা শেষ হয়েছিল মুম্বইয়ে। এই যাত্রা চলাকালীন […]