প্রথমে আরএসএস প্রধান মোহন ভগবত। আর এবার আরএসএস নেতা ইনদ্রেশ কুমার। এনডিএ ৩.০ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার ‘বিনম্রতা’র পাঠ পড়ালেন আনএসএস নেতা ইনদ্রেশ। লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলতে গিয়ে আনএসএস নেতা ইনদ্রেশ বলেন,”যারা রামের ভক্ত বলে দাবি করেছিল, তারা অহংকারী হয়ে উঠেছিল। তাই এই ফল হয়েছে। অহংকারী হয়ে ওঠার জন্যই সব থেকে বড় ঘোষিত হওয়া দল হওয়া সত্ত্বেও ২৪১-এই আটকে গেছে!” পাশাপাশি বিরোধী জোট শিবির নিয়ে আরএসএস নেতা বলেন, “তারা তো রাম বিরোধী। তাই কোনওভাবেই বিরোধী জোট ভোটে জিততে পারত না। তাই ওরা ২৩৪ আসনে আটকে গিয়েছে।” প্রসঙ্গত, এবার লোকসভা ভোটে অযোধ্যায় অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে বিজেপি। গত জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। তারপরেও এই হার গেরুয়া শিবিরকে স্তম্ভিত করে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যার পাশাপাশি গোটা উত্তরপ্রদেশেই হেরেছে বিজেপি। উল্লেখ্য, এবার লোকসভা ভোটে বিজেপি ৪০০ পার করবে বলে প্রচারে দাবি করেছিল বিজেপি। কিন্তু ভোটের ফল বেরতে দেখা যায়, ২৫০-র গণ্ডিও পেরয়নি তারা। কদিন আগে নাম না করে মোদীকে বার্তা দেন সংঘ প্রধান মোহন ভগবতও। আরএসএস-প্রধান মোহন বলেন, “প্রকৃত সেবকের কখনও অহংকারী হওয়া সাজে না। মর্যাদারক্ষা করে তাঁকে চলতে হয়। কিন্তু নির্বাচনী প্রচারে সেই মর্যাদা রক্ষিত হয়নি! যিনি বাস্তবিকই সেবক, যাঁকে সত্যি-সত্যিই সেবক বলা যায়, তিনি সব সময় মর্যাদা রক্ষা করে চলবেন। যিনি সেই মর্যাদা পালন করে চলতে পারেন, তিনিই কর্মবীর। কিন্তু কাজ করার পর তাঁর মনে যেন অহংকার না আসে। তিনি যেন না বলেন, আমিই এই কাজ করেছি। অহংকার যাঁকে গ্রাস করে না, তিনিই প্রকৃত সেবক।” পাশাপাশি মোহন ভগবত আরও বলেন, “সবসময়ই দুটি পক্ষ থাকে। বিরোধীরা থাকেন। তবে তাঁরা শত্রু নন। তাঁরা প্রতিপক্ষ। তারা একটি মত জানাচ্ছেন। সেটাও সকলের জানা উচিত। কারণ মত জানানোটা তাঁদেরও অধিকার। ভোটের প্রতিদ্বন্দ্বিতার মর্যাদাটা হারিয়ে যাওয়া উচিত নয়।” একইসঙ্গে মোহন ভগবত মণিপুরের হিংসা অবিলম্বে মেটানোর বিষয়ে সরকারের উদ্যোগী হওয়া উচিত বলেও মন্তব্য করেন। কারণ এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে হিংসা চলছে, মনে করিয়ে দেন তিনি।
Related Posts
খুলে গেল জগন্নাথ মন্দিরের চার দরজা, উন্নয়নের জন্য ৫০০ কোটির তহবিল তৈরির ঘোষণা ওড়িশার বিজেপি সরকারের
নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে। বুধবার মুখ্যমন্ত্রী মোহন মাঝির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড আবহে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার […]
সিবিআইয়ের হাতে থাকা ৭ হাজার মামলার বিচার ঝুলে, রিপোর্ট সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের
সিবিআইয়ের সাফল্যের হার কতটা? নতুন করে ফের একই প্রশ্ন তুলে দিল কেন্দ্রের রিপোর্টই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত করা ৬ হাজার ৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরেরও বেশি পুরনো। পাশাপাশি, ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলার […]