ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা ওই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এরপর ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু ভরদুপুরে এই গুলি চলার ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বেলঘরিয়া রথতলা মোড় এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেলঘরিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ওই গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা শুরু করেছে পুলিশ।
Related Posts
গভীর রাতে মালদায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬
মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত একজনকে মালদায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় […]
দ্বিতীয় দফায় প্রচারে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ
আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী […]
‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’, বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির
ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাংলার বালুরঘাটে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় তিনি রাজ্যের টিএমসি সরকারের সমালোচনা করেন। মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন যে মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেয় কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে, যা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়। তিনি বলেন, দেশে […]