ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ রাজ্য়ে পরবর্তী হিংসার অনুসন্ধান করতে বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেন সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার সল্টলেকে বিজেপির কোর কমিটির বৈঠক সেরে বেরিয়ে সেই প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম সল্টলেকের বিজেপি দফতরে বসে কোর কমিটির বৈঠক। যদিও 18 জনের কোর কমিটির সেই বৈঠকে হাজির ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে এদিনের এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিসাবে দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফলের কাটাছেঁড়ার পাশাপাশি আসন্ন চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং আরও একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় ৷
Related Posts
নিরাপত্তার জেরে ১৬৩ ধারা জারি থাকার পরেও ফুটবল সমর্থকদের জমায়েত, লাঠিচার্জ বিধাননগর পুলিশের
নিরাপত্তার জেরে যুবভারতী স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। তা সত্ত্বেও বিকেল হতেই একটু একটু করে ভিড় জমতে শুরু করে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ তো ছিলই, একই সঙ্গে ডুরান্ড ডার্বি বাতিলের ক্ষোভ প্রকাশ পেয়েছে চির-প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকদের। তাতে যোগ দিয়েছেন মহামেডান সমর্থকরাও। আরজি কর কাণ্ডে […]
ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থার, অভিষেকের হেলিকপ্টার থামিয়ে আয়কর তল্লাশি, মিলল না কিছুই
ভোটের মুখে ফের ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। হেলিকপ্টারের ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কপ্টারে […]
বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
রাজ্য সরকারের ছুটি আগের থেকে বেড়েছে। তাতে খুশি সরকারি কর্মচারী মহল। এবার নতুন করে একটি ছুটি পেতে চলেছে। তবে সেটা পূর্ণ ছুটি নয়। অর্ধদিবস ছুটি। প্রত্যেক বছর ১ জুলাই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যুগান্তকারী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালিত হয়। সেই দিনটিকে স্মরণ করে এবার ‘চিকিৎসক দিবস’ পালন করবে রাজ্য সরকার। একই সঙ্গে বিধানচন্দ্র […]