এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনও মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। জিরিবামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দুর্দশার কথা।সোমবার সকালে অসমের শিলচর বিমানবন্দরে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তাঁকে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা। অসমের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দ্যেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। তাঁর আগে অসমের চাঁচর জেলায় মণিপুরের দুর্গতদের জন্য করা ত্রাণ শিবিরে যান রাহুল। মণিপুর পৌঁছে সোজা জিরিবামের ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন রাহুল। সেখানে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে সড়কপথে চূড়াচাঁদপুরের উদ্দ্যেশে রওনা দেন বিরোধী দলনেতা। চূড়াচাঁদপুরে জাতিগত হিংসায় ঘরছাড়াদের ত্রাণ শিবির পরিদর্শন করেন রাহুল গান্ধী। এদিকে সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরকে এড়িয়ে প্রধানমন্ত্রীর এই রাশিয়া সফরকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।
Related Posts
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন মেঘভাঙা বৃষ্টি আর বন্যার কারণে হিমাচলের ক্ষতি হয়েছে অন্তত কয়েকশ কোটি টাকার। সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, ৭০০ কোটির বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সে রাজ্যে। তিনি বলেছেন, ২৭ জুন ২০২৪ থেকে এতদিন পর্যন্ত বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে রাজ্যের। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খোঁজ নেই […]
রাজস্থানে হোস্টেলে আগুন, আহত ৮ ছাত্র
রাজস্থানের কোটা শহরের একটি হোস্টেলে আগুন লেগে ৮জন ছাত্র আহত হয়েছে। যার মধ্যে একজন জানালা থেকে লাফ দিয়ে পা ভাঙে। রবিবার সকালে কুনহারি এলাকার আদর্শ হোস্টেলে ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। নিচতলায় ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্পিত পান্ডে নামে এক ছাত্র আগুন থেকে বাঁচতে […]
কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী
কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় নেতাদের বৈঠকে সোনিয়ার নাম প্রস্তাব করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমর্থন করেছেন গৌরব গগৈ এবং তারিক আনোয়ার। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক হয়। এতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধীদলীয় নেতা করার প্রস্তাবও আনা হয়েছে। সূত্রের খবর, সিডব্লিউসি বৈঠকে এমনও ইঙ্গিত […]