যাদবপুর মেন হস্টেলে ছাত্রকে হেনস্থার অভিযোগ, ভর্তি হাসপাতালে

যাদবপুরের মেন হস্টেলের এক ছাত্রের আচমকাই অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে শোরগোল। অভিযোগ, চোর সন্দেহে ওই ছাত্রকে হেনস্থা করা হয়। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বুধবার রাতে যাদবপুর মেন হস্টেলে এই ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১০টা নাগাদ ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি? নেপথ্যে ‘র‌্যাগিং তত্ত্ব’ বলছে অনেকেই। সূত্রের খবর, ওই ছাত্র স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া। ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর হস্টেলে তাঁকে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছিল বলে অভিযোগ। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান হস্টেল সুপার এবং মেডিক্যাল সুপার। তাঁরাই পড়ুয়াকে হাসপাতালে পাঠান। আপাতত ওই ছাত্র চিকিৎসাধীন। এখন সংকটমুক্ত তিনি, জানা গিয়েছে এমনটাই। এদিকে হস্টেলে ঢুকতে বাধার মুখে পড়তে হয় বলে দাবি করেছেন মিতালি দেব। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘খবর পেয়েই হস্টেলে গিয়েছিলাম। ৫০ জনের বেশি ছাত্র ওই পড়ুয়াকে ঘিরে ছিল। আমরা ওকে যখন উদ্ধার করতে যাই সেই সময় কিছু ছাত্র বাধা তৈরি করে। পরে ওই ছাত্রকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম।’ উল্লেখ্য, এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছিল।

error: Content is protected !!