যাদবপুরের মেন হস্টেলের এক ছাত্রের আচমকাই অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে শোরগোল। অভিযোগ, চোর সন্দেহে ওই ছাত্রকে হেনস্থা করা হয়। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বুধবার রাতে যাদবপুর মেন হস্টেলে এই ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১০টা নাগাদ ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি? নেপথ্যে ‘র্যাগিং তত্ত্ব’ বলছে অনেকেই। সূত্রের খবর, ওই ছাত্র স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া। ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর হস্টেলে তাঁকে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছিল বলে অভিযোগ। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান হস্টেল সুপার এবং মেডিক্যাল সুপার। তাঁরাই পড়ুয়াকে হাসপাতালে পাঠান। আপাতত ওই ছাত্র চিকিৎসাধীন। এখন সংকটমুক্ত তিনি, জানা গিয়েছে এমনটাই। এদিকে হস্টেলে ঢুকতে বাধার মুখে পড়তে হয় বলে দাবি করেছেন মিতালি দেব। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘খবর পেয়েই হস্টেলে গিয়েছিলাম। ৫০ জনের বেশি ছাত্র ওই পড়ুয়াকে ঘিরে ছিল। আমরা ওকে যখন উদ্ধার করতে যাই সেই সময় কিছু ছাত্র বাধা তৈরি করে। পরে ওই ছাত্রকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম।’ উল্লেখ্য, এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছিল।
Related Posts
পুজোর আগে খুশির খবর, ২ লক্ষ টাকা অবসরকালীন ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের
পুজোর আগে খুশির খবর সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের। অবসরকালীন ভাতা বাড়ল তাঁদের। চাকরি শেষে অবসর গ্রহণের সময় তাঁরা পাবেন ৫ লক্ষ টাকা। এতদিন এই অঙ্কটা ছিল ৩ লক্ষ। বৃহস্পতিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২০তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর অবসরের […]
ধর্ষণ করলেই ফাঁসি, ধর্ষণ-বিরোধী আইন পাশ করাব, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও হবে’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
আরজিকর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথা জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না […]
আর জি কর কাণ্ডে চার চিকিৎসককে লালবাজারে তলব, চলছে জিজ্ঞাসাবাদ
আর জি কর কাণ্ডের তদন্তের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা না হলে তদন্তভার সিবিআই-এর হাতে দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে আর জি কর মামলার তদন্তে যথেষ্টই চাপে কলকাতা পুলিশ৷ আজই লালবাজারে আর জি কর হাসপাতালের চার জন চিকিৎসককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ […]