‘কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্যেই সাফল্য’, মানুকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত।’ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে হরিয়ানার মেয়ের কাছ থেকে পদকের আশা ছিল প্রথম থেকেই। মাত্র ০.১ পয়েন্টের জন্য তাঁর রুপোর পদক হাতছাড়া হয়। দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন তিনি। এই ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ছিল ২৪৩.২। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার শুটার কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মানুর স্কোর ছিল ২২১.৭। মহিলা শুটার হিসেবে দেশের জন্য প্রথম পদক আনলেন মানু। প্রথম স্টেজের পর সোনা জয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিলেন মানু। তবে, দাঁতে দাঁত চেপে দ্বিতীয় স্টেজে লড়াই চালিয়ে যান মানু। দ্বিতীয় স্টেজে ভাল পারফর্ম করে ব্রোঞ্জ পদক নিয়ে আসেন দেশের জন্য। শুটিং-এ অনেকদিন বাদেই পদক পেল ভারত। পরপর দুটি অলিম্পিক্সে পদক আসেনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষ বার গগন নারাং পদক জিতেছিলেন।

error: Content is protected !!